ইউ এন লাইভ নিউজ: অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাংলাদেশের ভারতীয় ভিসা সেন্টার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিসাবে বৃহস্পতিবার অর্থাৎ ৮ আগস্ট মহম্মদ ইউনুস শপথগ্রহণ করতে চলেছে। এদিন থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলিকে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ভিসা সেন্টার।
অন্যদিকে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল এবং হাইকোর্ট বিভাগের বিচারকাজও। সোমবার অর্থাৎ ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে এসেছেন শেখ হাসিনা। তারপরেই নিরাপত্তার কারণে বাংলাদেশের দূতাবাস এবং কনস্যুলেট থেকে কর্মীদের ফিরিয়ে নিয়েছে ভারত সরকার। জানা গিয়েছে, বিশেষ বিমানে করে ভারতে ফিরে এসেছেন দুই শতাধিক আধিকারিক এবং কর্মী। তার কয়েক ঘণ্টা পরেই বাংলাদেশের সব ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া কথা জানানো হয়েছে। কবে আবার সেখানে বাংলাদেশিদের ভিসা এবং পাসপোর্ট দেওয়া হবে সেটাও পরে জানানো হয়েছে।
বুধবার ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটে জানানো হয়েছে, বাংলাদেশে বর্তমান পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ শপথ নিতে পারে অন্তর্বর্তী সরকার। এই সরকারের মন্ত্রিসভায় ১৫জন সদস্য থাকতে পারে বলেও জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান।
Leave a Reply