সিমকার্ড বদলে পুলিশের নজর এড়াতে চাইছে সত্যেন্দ্র, জোড়া খুনের ঘটনায় পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

নিউজ ডেস্ক: বাগুইআটি জোড়া খুন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। বার বার সিমকার্ড পাল্টাচ্ছেন মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী।

বিধাননগর পুলিশ কমিশনারেট শেষ যে টাওয়ার লোকেশন পেয়েছে, সেটি হুগলির। পুলিশের চোখে ধুলো দিতে বারবার জায়গা বদলাচ্ছেন অভিযুক্ত। ঘুরছেন বিভিন্ন জায়গায়। এমনটাই জানাচ্ছে পুলিশ।

অন্যদিকে যে গাড়িতে অতনু এবং অভিষেককে খুন করা হয় বলে অনুমান সেই গাড়ি বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাড়ির ফরেন্সিক পরীক্ষ হবে।

এছাড়াও সিআইডির নজরে রয়েছে বাসন্তী হাইওয়ে। বিধাননগর পুলিশের দাবি, ২৩ অগস্ট ন্যাজাট থানা এলাকায় এবং ২৫ অগস্ট হাড়োয়ায় উদ্ধার হয় অতনু এবং অভিষেকের দেহ।

আরও পড়ুন: অনুপ মাঝির কাছ থেকে মাসে ৭৫ লক্ষ টাকা নিতেন মলয় ঘটক, অভিযোগ শুভেন্দুর

বুধবার ছাত্র খুনের ঘটনায় পুলিশের গাফিলতির অভিযোগে এক জন এস এই ও একজন আই ও-কে সাসপেন্ড করা হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বাগুইআটি জোড়া খুন কাণ্ডের তদন্তভার হাতে নেয় সিআইডির হোমিসাইড শাখা।

আরও পড়ুন: রাজনীতি থেকে কি অবসরের ইচ্ছা মদনের? জল্পনা নাকি দলের প্রতি চাপের কৌশল?

তারপরেই তাদের হাতে উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। জানা গেছে, ২৪ অগাস্ট প্রথম হুমকি মেসেজ এসেছিল অতনুর বান্ধবীর কাছে। এরপর ৩ সেপ্টেম্বর হুমকি মেসেজ আসে অতনুর বাবার কাছে।