নিউজ ডেস্ক: কলকাতা শহরের অন্যতম ঐতিহ্য নিউমার্কেট। পুজোর আগেই সেই নিউমার্কেটের মেরামতির কাজ সম্পূর্ণ করা হবে। কলকাতা পুরসভা নিউমার্কেট সংস্কারের জন্য বরাদ্দ করলো ৮০ লক্ষ টাকা। হগ মার্কেট সহ প্রায় সমগ্র নিউমার্কেট চত্বর মেরামত করা হবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা।
আরও পড়ুন: বিজেপি নেতাদের নজরে মমতা ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তি! জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে
পুজোর ঠিক আগেই শুরু হতে চলেছে নিউমার্কেট মেরামতির কাজ। পুজোর সময় প্রত্যেক বছর সবচেয়ে বেশি মানুষের ভিড় লক্ষ্য করা যায় এই নিউমার্কেটেই। নিউমার্কেটের বিক্রেতাদের অভিযোগ, বহুবার কলকাতা পুরসভাকে মেরামতের আবেদন জানানোর পরও নিষ্ক্রিয় ছিলেন তাঁরা। শনিবার ভারী বৃষ্টিতে নিউমার্কেটের ১৮ নং গেটের সামনে প্রচুর জল জমে। সেই জল রাত পর্যন্ত আটকে ছিল নিকাশি ব্যবস্থার সমস্যার জন্য। আটটি ব্লকে ছাদ চুঁইয়ে জল পড়েছে। ছাদের জলও নামছিলো না। এই সমস্ত অসুবিধার চিত্র দেখবার পর অবশেষে কলকাতা পুরসভা নির্দেশ দেয় বাজার মেরামতের।
আরও পড়ুন: Pakistan Flood: পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল, ক্ষতির পরিমান ৮০০ কোটি টাকা
কলকাতা পুরসভার মেয়র পারিষদ জানিয়েছেন, সংস্কারের কাজ শুরু করা হবে দ্রুতই। কোন সংস্থার হাতে কোন সংস্কারের দায়িত্ব দেওয়া হবে, সে সিদ্ধান্ত চূড়ান্ত করার পরই শুরু করা হবে মেরামতের কাজ। এ বিষয়ে কলকাতা পুরসভার আধিকারিক বাজারের বিক্রেতাদের সঙ্গেও আলোচনা করবেন বলে জানিয়েছেন।
Leave a Reply