নিউজ ডেস্ক: গৃহবন্দি প্রেসিডেন্ট শি জিনপিংকে? সেনা অভ্যুত্থান হয়েছে চিনে? সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল এই খবর। নেই সত্যতা। খবরের জেরে বিশ্বজুড়ে ইতিমধ্যেই ছড়িয়েছে চাঞ্চল্য। টুইটারে পোস্ট করা হচ্ছে হাজার হাজার #XiJinping– ট্যাগের টুইট। ভাইরাল হচ্ছে একাধিক মিম। আগামী মাস থেকে শুরু হবে চিনা কমিউনিস্ট পার্টির ২০ তম সম্মেলন। এবং তার আগেই এবার চিনে সেনা অভ্যুত্থান হয়েছে এবং জিনপিং-কে তাঁর ঘরেই গৃহবন্দী করা হয়েছে, ভাইরাসের মতো ভাইরাল এই খবর।
খবরটি হল
জিনপিং-কে চিনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ-র সর্বাধিনায়কের পদ থেকে সরানো হয়েছে। এর পরই তাঁকে গৃহবন্দি করা হয় বলে খবর। তবে এই বিষয়ে বেজিংয়ের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
সোশ্যাল মিডিয়ার খবরে চিন নিয়ে আরও কিছু চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে সেনা অভ্যুত্থান ঘটিয়ে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) শি জিনপিংকে প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে ক্ষমতা নিজের হাতে তুলেছেন জেনারেল লি কোয়াওমিং। বর্তমানে নাকি তিনিই চিনের প্রেসিডেন্ট। তবে এই সমস্ত খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে।
সূত্রের খবর, যে চিনে প্রায় ৬০ শতাংশ বিমান বাতিল করা হয়েছে। গত কয়েকদিন ধরেই শি জিনপিংয়ের বিরুদ্ধে ফুঁসছেন বেশকিছু চিনবাসী। চিনে এইরকম রাজনৈতিক পরিস্থিতির জন্য করায় তাকে গ্রেপ্তারের বিষয়টি অনেকটাই প্রাসঙ্গিক। কারণ সম্প্রতি ঘুষ নেওয়ার দায়ে তাঁর দলের এক মন্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
‘ইউনিভার্সাল নিউজ’-র তরফে এই খবরের সত্যতা যাচাই করা হয়নি।
Leave a Reply