স্পোর্টস ডেস্ক : ম্যাচে জয় দিয়ে ব্রাজিল শুরু করলে কী হবে, শিবিরে আশঙ্কা – চিন্তার জমাট মেঘ। চিন্তার কারণ, নেইমার। ব্রাজিল – সার্বিয়া ম্যাচের ৮০ মিনিটের মাথায় যে চোট পান – তা হাল্কা নয়। লেফট অ্যাঙ্কেল (গোড়ালি) বেজায় ফুলে গেছে। আউটসাইড – ইনসাইড ডজ করতে গিয়ে নাকি ভালোমতন মচকে গেছে নেইমারের গোড়ালি।
ম্যাচে ৩০ বছরের এই ব্রাজিল তারকা ফুটবলকে প্রায় ম্যান মার্কিংয়ে রেখেছিলেন সার্বিয়ার ডিফেন্ডার নিকোলা মিলেনকোভিক। নেইমারকে আটকাতে চোরা-গোপ্তা পা চালিয়ে যেতে থাকে নিকোলা। ফাউল হয়।
শেষবার যখন মাটিতে ছিটকে পড়েন, তখন যন্ত্রণায় ছটফট করছিলেন। মাঠ থেকে বের করার সময়ও সেই অসহনীয় যন্ত্রণার ছাপ ছিল মুখে। চোট কতটা মারাত্মক, সেটা দেখা যায় বুট – মোজা খুলতেই। দেখা যায় , নেইমারের পায়ের চোট লাগা অংশ প্রচন্ড ফুলে গেছে।
তাঁকে মাঠ থেকে তুলে নিতে হয়। পরিবর্তে নামেন ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যান্টনি।
রিজার্ভ বেঞ্চে বসে থাকার সময় যন্ত্রণায় কেঁদে ফেলেন! চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে ব্রাজিলের টিম ডক্টর। তিনি মনে করছেন, চোটের গভীরতা বুঝতে কমপক্ষে ২৪-৪৮ ঘণ্টা লাগবে। নেইমারের গোড়ালিতে নাকি রক্ত জমে গেছে আঘাত লেগে।
ব্রাজিল দলের ম্যানেজার তিতে মোটেই আশঙ্কায় ভুগছেন না। বরঞ্চ জমাট আত্মবিশ্বাস নিয়ে বলেছেন:’ বিন্দুমাত্র চিন্তার কারণ নেই, নেইমার বিশ্বকাপে খেলবে। সে আবার মাঠে নেমে পড়বে, আমার নিশ্চিত বিশ্বাস।’
টুর্নামেন্ট জেতার বড় দাবিদার ব্রাজিলের আরও দুটি গ্রুপ ম্যাচ খেলা বাকি।
ছবি: সৌ টুইটার।
Leave a Reply