স্পোর্টস ডেস্ক: কর ফাঁকির অভিযোগ উঠেছিল। লড়াই পৌঁছে গিয়েছিল আদালতে। পাঁচ বছরের হাজতবাসের কথা শোনা যাচ্ছিল। কার? ব্রাজিলের তারকা ফুটবলার নেমারের।
সেই টেনশনের স্বস্তি। পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমারের বিরুদ্ধে আনা কর ফাঁকি, প্রতারণা ও দুর্নীতির অভিযোগ খারিজ হয়ে গেছে স্পেনের আদালতে। সম্পূর্ণ ভারমুক্ত তিনি। চাপমুক্ত হয়ে কাতার বিশ্বকাপে খেলতে নামবেন নেমার। এই মামলায় নেমার ছাড়াও অন্য আটজনের বিরুদ্ধে আনা সব অভিযোগও প্রত্যাহার করা হয়েছে।
কী ঘটেছিল? কবে?
সালটা ২০১৩।আজ থেকে ৯ বছর আগের ঘটনা। নেইমার যখন ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় এসেছিলেন তখন চুক্তির অর্থের পরিমাণ কম দেখিয়েছিলেন এবং কর ফাকি দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। আর এই অভিযোগ জানিয়েই স্পেনের আদালতে মামলা করেছিল ব্রাজিলের বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস।
অভিযোগের প্রমাণের ভিত্তিতে নেমার, তাঁর বাবা ও তৎকালীন বার্সা প্রেসিডেন্টের দুই বছরের কারাদণ্ডের সঙ্গে ১০ মিলিয়ন ইউরো জরিমানাও দাবি করা হয়। আর এই অভিযোগ প্রমাণিত হলে ৫ বছরের জেল হতে পারত ব্রাজিলিয়ান তারকার। কাতার বিশ্বকাপেও খেলা হতো না তাঁর।
শুক্রবার (২৮ অক্টোবর) তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন বলে, আদালত খারিজ করে দেয়। এই সমস্যার জট দূর হয়ে পুরোপুরি ভারমুক্ত নেমার। এখন তিনি ব্রাজিলের জার্সি গায়ে কাতার বিশ্বকাপে খেলতে নামবেন। আর কোনও দ্বিধা নেই।
এই রায় মেলার আগে , কর ফাকির এই মামলায় গত ১৬ অক্টোবর স্পেনের আদালতে হাজিরা হয়েছিলেন নেমার। শুনানির সময় নেইমার বলেছিলেন , তিনি নিজে চুক্তির বিষয়ে বেশি কিছু জানেন না। কিছুটা মনের টানেই বার্সায় যোগ দিতে চেয়েছিলেন। সেই অনুযায়ী চুক্তি সংক্রান্ত যাবতীয় কাজকর্ম সামলেছেন তাঁর বাবা। তিনি শুধু প্রয়োজনীয় কাগজপত্রে সইটি করে ছিলেন।
কর ফাঁকির এই মামলায় নেইমার বাদেও তাঁর বাবা-মা, প্রাক্তন দুই বার্সা সভাপতি সান্দ্রো রোসেল আর জোসেফ মারিয়া বার্তোমেউ এবং বার্সা-সান্তোসের সেই সময়ের কোচের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছিল।
ছবি: সৌ টুইটার।
Leave a Reply