আত্মগোপন করেও হলোনা শেষরক্ষা, এনআইএ-এর হাতে গ্রেফতার পিএফআই শীর্ষ নেতা

নিউজ ডেস্ক: তদন্তকারীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হল না। অবশেষে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ-এর হাতে গ্রেফতার হল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএফআই) প্রাক্তন রাজ্য সম্পাদক সিএ রউফ। কেরালার পালাক্কাদের পাত্তাম্বিতে অভিযান চালিয়ে পিএফআই-র শীর্ষ নেতাকে আটক করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৫ বছরের জন্য PFI নিষিদ্ধ করার পরে, দেশ জুড়ে পিএফআইয়ের কার্যালয় ও নেতাদের বাড়িতে অভিযান শুরু করেছে এনআইএ। সূত্রের খবর, শুক্রবার ভোরে পালাক্কাদের পাত্তাম্বিতে সিএ রউফের বাড়িতে পৌঁছায় তদন্তকারীরা। দেশবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে আটক করা হয় তাঁকে।

পিএফআই-এর পক্ষ থেকে এনআইএ-এর অভিযানের বিরুদ্ধে কেরলে ধর্মঘটের ডাক দিয়েছিলেন সংগঠনটির রাজ্য সাধারণ সম্পাদক রউফ। সেই ধর্মঘটকে কেন্দ্র করে ব্যাপক গন্ডগোল হয়। গ্রেফতার করা হয় বিভিন্ন ক্যাডারদের। তবে আত্মগোপন করেন রউফ। এরপর থেকেই বেশ কয়েক মাস ধরেই কেরালা পুলিশের পাশাপাশি এনআইএ-র নজরে ছিলেন তিনি। এমনকি তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি করা হয়। এরপরই তাঁকে গ্রেফতারের জন্য তোড়জোড় শুরু করে ন্যাশনাল ইনভেস্টিগেশন অ্যাজেন্সি।

আরও পড়ুন : ‘মুক্ত বিহঙ্গ’ ট্যুইটার অধিগ্রহণের পর ট্যুইট করলেন এলন মাস্ক