নদিয়ার প্রশাসনিক বৈঠকে এনআইএ নিয়ে বিস্ফোরক মমতা

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার রাজ্যের প্রশাসনিক বৈঠকে বিস্ফোরক অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতেই এনআইএ আসছে।

রাজ্যের প্রশাসনিক বৈঠকে এদিন মমতা বলেন, মুর্শিদাবাদে কিছু সংগঠন রয়েছে যারা এ ব্যাপারে সক্রিয়। আর তাতে ধুনো দিচ্ছে এনআইএ। গত কয়েক মাসে একাধিক ঘটনার সূত্রে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে এনআইএ। বেশ কিছু নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এনআইএ ধরপাকড়ও করেছে।

এদিন মুখ্যমন্ত্রী, আবু তাহের-সহ সমস্ত জনপ্রতিনিধিকে নির্দেশ দেন,  এলাকায় ছোট কোনও ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সেখানে হস্তক্ষেপ করতে হবে। যাতে তা না বাড়তে পারে। সেই সঙ্গে প্রশাসনকে মুখ্যমন্ত্রী এও বলেন, ভিআইপি নিরাপত্তায় থাকা লোকেরা যাতে অস্ত্র আমদানি না করতে পারে তার জন্য নাকা চেকিং বাড়াতে হবে।

আরও পড়ুন: রাজ্যের ভাঁড়ার শূন্য? টাকা জোগাতে মদের দোকান খুলছে রাজ্য

মমতা এদিন আরও বলেন, সাম্প্রদায়িক অশান্তি পাকানোর জন্য ওরা বড় পরিকল্পনা করেছে। সেটাকে রুখতে হবে। আবু তাহের যখন স্থানীয় স্তরের পরিস্থিতি নিয়ে ভরা প্রশাসনিক বৈঠকে উদ্বেগ প্রকাশ করছেন তখন মুখ্যমন্ত্রী বলেন, এসব বাইরে বলতে হবে না। সারা দেশজুড়েই এই ধরনের ঘটনা ঘটছে। যা করতে হবে তা প্রশাসনের ভিতরে কথা বলেই করতে হবে।