সৃষ্টি ধর ঘোষ : বিগত ১০ দিনে নিফটি হারালো প্রায় ১৩০৮ পয়েন্ট। বাজার ১৮০৯৬ থেকে নিচে আসতে আসতে আজকে দিনের সর্বোচ্ছ নিচু দাম ছিল ১৬৭৮৮। প্রায় নিফটি তে ১৩০৮ পয়েন্ট নেই। Banking স্টক গুলো তে সেলিং বেশি হয়েছে এবং midcap শেয়ার গুলোতেও ভালো সেলিং হয়েছে। বর্তমান বাজার এর trend down এবং বেশির ভাগ sectorial index গুলোতে trend এর পরিবর্তন হয়েছে,মানে down trend এ পরিবর্তন হয়েছে। আজ ছিল monthly expiery এর জন্য বাজার এ volatility বেশি ছিল।
বর্তমান সময় টা বিশ্ব শেয়ার বাজার এর জন্য একদম এ ভালো না,কারণ সব দেশ এ inflation নিয়ে খুব সমস্যা তে রয়েছে। যার কারণেই বিশ্ব শেয়ার বাজার এ এই দুর্গতি। আজ নিফটি মাত্র ৪০ পয়েন্ট নেমে বন্ধ হয় ১৬৮১৮ তে। Banknifty 112 পয়েন্ট নেমে বন্ধ হয় ৩৭৬৪৭ এ। Sensex বন্ধ হয় ৫৬৪০৯ এ ১৮৮ পয়েন্ট হারিয়ে।
ভারতীয় শেয়ার বাজার বিশ্ব বাজার এর তুলনায় এখনো অনেক টা শক্তিশালী আছে,তবে এখুনি বাজার এ বিনিয়োগ করা ঠিক হবে না বাজার লক্ষ্য রাখ তে হবে আরো কিছু দিন।
DISCLAIMER :
www.ChartTrading.In is an educational website for traders and investors. This update is an
information service only .The author shall not be liable for any loss or profit or any other
commercial damages, including but not limited to special, incidental, consequential, or other
damages.
S. D. Ghosh
www.charttrading.in
শেয়ার বাজার নিয়ে এই মতামত লেখকের নিজস্ব। ইউএন লাইভ নিউজের নয়। লগ্নিকারিদের প্রতি অনুরোধ তারা যেন সব তথ্য যাচাই করেই লগ্নি করেন।
Leave a Reply