নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসা মামলায় জামিন পেলেন ৯ তৃণমূল কর্মী

নিউজ ডেস্ক: নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসা মামলায় জামিন পেলেন ৯ তৃণমূল কর্মী। একুশের বিধানসভা ভোট পরবর্তী হিংসা মামলায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে  বিজেপি কর্মী দেবব্রত মাইতি  খুনের ঘটনায় কুড়ি জনরো বেশি জেলবন্দি বিচারাধীন। হলদিয়া মহকুমা ফাস্ট ট্রাক আদালতে ৯ জন জেলবন্দীর জামিন হল। হলদিয়া মহকুমা আদালতে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন দিলেন বিচারক । 

দেবব্রত মাইতি খুনের ঘটনায় এখনও  বিচারাধীন  জেলবন্দি ১৪ জন । নন্দীগ্রামে এখনও  তিন জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু রয়েছে । এলাকার বাইরে যেতে পারবে না ,তদন্তে সাহায্য করতে হবে । দেবব্রত মাইতি খুনের ঘটনায় সিবিআই-এর হাতে তদন্ত চলছে। প্রায় ১৯ মাস ধরে জেলবন্দী অবস্থায় ছিল। 

জেল বন্দিদের পক্ষের আইনজীবীর  দাবি, তদন্তকারী সংস্থা ১৯ মাস তদন্ত করেও কিছু পায়নি। তাছাড়া সাক্ষীর বয়ানে অসঙ্গতি মিলেছে । তাই তাদের জামিন দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। সেইমতো বিচারক তাদের জামিন দিয়েছে। তৃণমূল লিগ্যাল সেলের আইনজীবী বিচারাধীন বন্দিদের পক্ষে জোরদার সাওয়াল তুলেছিলেন।