নিউজ ডেস্ক- একদিনের মধ্যেই নিজের বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বরং তাঁর দাবি, আসন সংখ্যা নিয়ে তিনি কিছু বলেন না।
শনিবার জে ডি (ইউ) এর কার্যনির্বাহী সমিতির বৈঠক ছিল। সেখানে তিনি মন্তব্য করেন, “আগামী লোকসভা নির্বাচনে যদি সমস্ত দল একজোট হয়ে লড়াই চালায় তাহলে বিজেপি ৫০টি আসনের মধ্যেই গুটিয়ে যাবে। আমি সেই অভিযানে নিজেকে নিয়োজিত করেছি”।
এই বক্তব্য ছিল, দলীয় প্রেস বিজ্ঞপ্তিতেও। কিন্তু রবিবার, আচমকাই সুর বদল করে বলেন, “সমস্ত বিরোধী দল যাতে একজোট হয়, সেটাই আমার লক্ষ্য। আমরা সাফল্য পাবো। ” তারপরেই তিনি বিজেপির আসন সংখ্যা নিয়ে বলেন, কোনও বিশেষ নম্বর নিয়ে তিনি কথা বলেন না।
শনিবার বিজেপির আসন সংখ্যা নিয়ে যখন বক্তব্যে রাখছেন, তার পরেই মণিপুরে জে ডি (ইউ)-এর ৫ বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসে। নীতীশের সুর বদলে মনে করা হচ্ছে, যে আত্মবিশ্বাস নিয়ে বিরোধী জোট মরিয়া ছিলেন তিনি, তাতে কিছুটা হলেও ভাটা পড়েছে।
Leave a Reply