নতুন সংসদ ভবনকে ‘বেকার’ বলে কটাক্ষ নীতীশের

নিউজ ডেস্ক: দিল্লিতে নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে সুর চড়ালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পুরনো ভবনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে, নতুন ভবন তৈরিকে ‘বেকার হ্যায়…’ বলে কটাক্ষ করেন। প্রধানমন্ত্রীকে দিয়ে নতুন ভবনের উদ্বোধনের সিদ্ধান্তে সরব হয়েছে নীতীশের দলও। বিহারে অবস্থান-বিক্ষোভের ডাক দিয়েছে জেডিইউ। নতুন ভবনের উদ্ধোধনী অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়ে শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। সেই সময় নতুন ভবনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর মতে, নতুন সংসদ ভবন নির্মাণের পিছনে দেশের ইতিহাসকে বদলে ফেলার একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। আর এজন্য বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করান তিনি।

নীতীশের পাশাপাশি প্রধানমন্ত্রীকে দিয়ে নতুন সংসদ ভবনের উদ্বোধনের পরিকল্পনার নিন্দা করেছেন বিহারের জেডিইউ মন্ত্রী বিজয় কুমার চৌধুরি। তাঁর মতে, প্রধানমন্ত্রী নন, নতুন ভবনের উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। মোদীকে দিয়ে উদ্বোধন করিয়ে দেশের সংবিধানকে লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ করেন বিহারের ওই মন্ত্রী।

নমোকে দিয়ে নতুন সংসদ ভবন উদ্বোধনের নিন্দা করে সরব হয়েছে নীতীশ কুমারের দল জেডিইউ। বিজেপির আমলে দেশের সাংবিধানিক মূল্যবোধ ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে দাবি করেছে তারা। গণতন্ত্রর রক্ষায় রবিবার পাটনা হাইকোর্ট এবং আম্বেদকর মূর্তির নীচে কর্মীরা অবস্থান-বিক্ষোভে সামিল হবে জানিয়েছেন জেডিইউ নেতা উমেশ কুশওয়া।