কেন্দ্রীয় আবাস যোজনায় দুর্নীতি হয়নি জানিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের

নিউজ ডেস্ক: কেন্দ্রীয় আবাস যোজনায় রাজ্যে কোনও দুর্নীতি হয়নি। এমনই রিপোর্ট দিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। এদিন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব চিঠি দিয়ে জানিয়েছেন, আবাসে কাটমানি বা ঘুষ নেওয়ার কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। এই প্রকল্পে যতগুলি বাড়ির অনুমোদন বাতিল হয়েছে সবই নিয়ম মেনে হয়েছে। কেন্দ্রের এই রিপোর্টেই মুখ পুড়েছে বিরোধীদের।

কেন্দ্রীয় আবাস যোজনায় এই রাজ্যে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিয়োগ তুলেছিল বিরোধীরা। এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার চিঠিও লিখেছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরে। তরাপরে একাধিকবার পর্যবেক্ষক দল পাঠিয়েছিল কেন্দ্র। কেন্দ্রীয় পর্যবেক্ষক দল এই রাজ্যে এসে বিভিন্ন জেলা পরিদর্শন করেন।

রাজ্যে পঢ্চায়েত নির্বাচনের আগে কেন্দ্রের এই চিঠি রাজ্যের শাসক দলকে অক্সিজেন দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সূত্রের খবর, আগামী ১০ মার্চ কেন্দ্রকে পাল্টা চিঠি দিয়ে অভিযোগকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় তার পরামর্শ চাইবে নবান্ন।

রাজ্যের গ্রামন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, ওই চিঠির পরিপ্রেক্ষিতে যা বলার বিধানসভায় বলবেন। তারপরেই তিনি বলেন, ”কেন্দ্রের পাঠানো চিঠিতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, এমনকী এফআইআর করারও পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় দল যখন কোনও দুর্নীতির হদিশই পেল না, তাহলে কি ধরে নেব মিথ্যে অভিযোগকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার কথা বলেছে কেন্দ্র?”

About Somnath Adak

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *