কর্মচারীদের কোনও ডিএ বাকি নেই, কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানাল রাজ্য সরকার

নিউজ ডেস্ক: সরকারি কর্মচারীদের কোনও ডিএ বকেয়া নেই। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে জমা দেওয়া হলফনামায় জানাল রাজ্য সরকার। এমনকী,  এদিন হাইকোর্টকে দেওয়া হলফনামায় উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মচারীদের ডিএ-র সঙ্গে পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার কোনও সম্পর্ক নেই। তাই রাজ্য সরকার আদালতে এই মামলা পুনর্বিবেচনারও আবেদন জানায়।

পুজো উপলক্ষ্যে সম্প্রতি পুজো উদ্যোক্তাদের অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুদান ঘোষণাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারীর বক্তব্য, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বকেয়া রয়েছে। তাদের বকেয়া না মিটিয়ে পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়া হচ্ছে। তারপরেই পুরো বিষয় নিয়ে হলফনামা দিতে বলে আদালত। সেই হলফনামাতেই এদিন রাজ্য সরকার দাবি করে, রাজ্য সরকারি কর্মচারীদের কোনও ডিএ বাকি নেই।

মঙ্গলবার রাজ্য সরকার আদালতে হলফনামা দেওয়ার পরেই ফের তেতে ওঠে সরকারি কর্মচারীদের একাংশ। তাঁদের বক্তব্য,  কোনও ডিএ বকেয়া নেই, বলে নবান্ন বুঝিয়ে দিয়েছে যে আর বকেয়া টাকা দেওয়া হবে না।

আরও পড়ুন: অভিমানি বরানগরের বিধায়ক: সময়মতো না সরলে সিলেক্টরদের তোপে পড়তে হবে, মন্তব্য তাপশের

বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত ও বিচারপতি হরিশ ট্যান্ডন তাঁদের রায়ে জানিয়েছিলেন, ডিএ পাওয়া রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার। তাঁরা সরকারের মেরুদণ্ড। তাই আইনি অধিকার হিসাবেই তাঁদের প্রাপ্য ডিএ মিটিয়ে দিতে হবে।

তবে এদিন আদালতে পেশ করা হলফনামা নিয়ে হইচই শুরু হওয়ার পর নবান্নের এক আধিকারিক বলেন, কর্মচারীদের দাবি ছিল কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। রাজ্য সরকার সেই নির্দেশ নিয়ে আপত্তি করে রিভিউ পিটিশন দাখিল করেছে। যা বিচারাধীন রয়েছে।