ডিএ না দিলে ভোটের ডিউটিতে ‘না’, নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের

নিউজ ডেস্ক: ডিএ না দিলে রাজ্য সরকারি কর্মচারীদের ভোটের ডিউটিতে যেতে নিষেধ করল যৌথ মঞ্চ। সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিককে একথা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে।

চলতি বছরেই রাজ্যে পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হতে চলেছে। রাজ্য নির্বাচন কমিশন এখনো পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা না করলেও রাজনৈতিক স্তরে সংগঠন সাজাতে শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলই। এই পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিককে কার্যত ‘হুঁশিয়ারি’ দিয়ে চিঠি দিয়ে দিল আন্দোলনরত সরকারি কর্মচারীদের যৌথমঞ্চ ।

বকেয়া মহার্ঘভাতার দাবিতে শহিদ মিনারে আন্দোলন করছেন সরকারি কর্মচারীরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে লাগাতার অবস্থান চলছে। এদিন যৌথ মঞ্চের পক্ষ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্পষ্ট করে বলা হয়েছ, সরকার ডিএ না দিলে রাজ্য সরকারি কর্মচারীরা ভোটের ডিউটিতে যাবেন না।

শুধু রাজ্য সরকারি কর্মচারীদের দিয়েও সবসময় ভোট করানোর বিষয়টি কুলিয়ে উঠতে পারে না নির্বাচন কমিশন। অনেক ভোটে দেখা যায়, ব্যাঙ্ক ও বিমার কর্মচারীদেরও ভোটের কাজে লাগানো হয়। কিন্তু মূল ভিত্তি থাকে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের কর্মচারী, পুরকর্মচারী, শিক্ষক-সহ অন্যান্যরা। সেই অংশই যদি ভোটে না যায় তাহলে নির্বাচনী প্রক্রিয়াও সুষ্ঠুভাবে সম্পন্ন করা চাপের হয়ে যাবে।

তবে অনেকেই বলছেন, যৌথমঞ্চের এই চিঠি আসলে চাপ তৈরির কৌশল। কারণ সরকারি কর্মচারীদের কত অংশ নির্বাচন কমিশনের সঙ্গে শেষপর্যন্ত সংঘাতে যাবে তা নিয়ে সংশয় রয়েছে।