নিউজ ডেস্ক : রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে টানটান উত্তেজনা আন্তজার্তিক মহলে। এই পরিস্থিতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে, ভারত দুই দেশের মধ্যে একটি কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে। সেই উদ্দেশ্যেই এবার বড় সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বার্ষিক শীর্ষ বৈঠকের জন্য এই বছর রাশিয়া যাবেন না নমো।
বছর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ায় না গেলেও, আগামী বছর ভারতে আসবেন পুতিন। ২০২৩ সালের সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জি২০ শীর্ষ সম্মেলন। আর সেই সম্মেলনেই অংশগ্রহণ করবেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। জি-২০-তে রুশ নেতার প্রতিনিধি স্বেতলানা লুকাশ এই তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পুতিনের মধ্যে বার্ষিক শীর্ষ বৈঠক হল একটি কৌশলগত অংশীদারিত্বের জন্য সর্বোচ্চ আলোচনার প্ল্যাটফর্ম। ২০০০ সাল থেকে শুরু হয়েছে এই শীর্ষ বৈঠক। এখনও পর্যন্ত ভারত ও রাশিয়ার মধ্যে ২১ টি বার্ষিক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২০২১ সালের ৬ ডিসেম্বর শেষ শীর্ষ বৈঠক নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। তবে করোনা মহামারির কারণে, ২০২০ সালে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়নি।
আরও পড়ুন : মাঝরাতে পাকিস্তান সীমান্ত লাগোয়া পাঞ্জাবের পুলিশ স্টেশনে রকেট হামলা