হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট, এখনই নিয়োগ নয়, নির্দেশ শীর্ষ আদালতের

নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি গ্রুপ-ডির যে ১৯১১ জনের চাকরি বাতিলের লির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই নির্দেশই বহাল রাখল শীর্ষ আদালত। তবে তাঁদের নিয়োগের ওপর শুক্রবার স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে পার্ট করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি গিয়েছে ১,৯১১ জন ‘অযোগ্য’ কর্মীর। সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছিল বেতন ফেরত দেওয়ার। এর পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, অবিলম্বে ওই ১,৯১১টি শূন্যপদে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ করতে হবে পর্ষদকে। বিচারপতির নির্দেশ মেনে সঙ্গে সঙ্গে গ্রুপ ডির কর্মীদের চাকরি বাতিল করে পর্ষদ। প্রথমে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে যান চাকরি হারানো প্রার্থীদের একাংশ। সেখানেও একই রায় বহাল রাখে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। তারপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় চাকরি হারানো কর্মীরা।

এদিন বিচারপতি হৃষীকেশ রায় ও সঞ্জয় করলের ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশে কোনও স্থগিতাদেশ দেয়নি। তবে শূন্যপদে নতুন করে নিয়োগে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই মামলা এখন প্রাথমিক পর্যায়ে। সেকারণেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হল। একই সঙ্গে মামলায় পার্টি করা হয়েছে সিবিআইকে। মার্চের শেষ দিকে বা এপ্রিলের শুরুতে মামলার পরবর্তী শুনানি। ততদিন এই স্থগিতাদেশ বহাল থাকবে।