FIFA World Cup 2022: ব্রাজিল শিবিরে শঙ্কা, আর নেই নেইমার! অধরা ইতিহাস!

দীপঙ্কর গুহ

ব্রাজিল দলের অধিনায়ক নেইমার আর খেলতেই পারবেন না চলতি বিশ্বকাপে !-এমনি শঙ্কা ব্রাজিল শিবিরে।

এবারের টুর্নামেন্টে দলের হয়ে প্রথম ম্যাচটি এই ৩০ বছরের তারকা খেলতে নেমেছিলেন। প্রতিপক্ষ ছিল – সার্বিয়া। সেই ম্যাচে তিনি গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। ব্রাজিল শিবির থেকে বলা হয়েছিল, নেইমারের গোড়ালি মচকে গেছে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, তাঁর গোড়ালি ফুলে গেছে। সেদিন মাঠ ছাড়ার সময় যন্ত্রণায় চোখের জল ফেলেছিলেন নেইমার। তারপর থেকে এখনও পর্যন্ত দলের অনুশীলনে তাঁকে অংশ নিতে দেখা যায়নি। চোট পরীক্ষা করার পরপরই বলা হয়েছিল, গ্রুপ পর্বের ম্যাচে ব্রাজিল অধিনায়ককে পাওয়া হয়তো যাবে না। যায়ও নি।

এরপর সবচেয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশ করে দিল ‘দ্য মিরর’। পত্রিকার দক্ষিণ আমেরিকার প্রতিনিধি জানিয়ে দিয়েছেন, নেইমারের চোট মোটেই হাল্কা নয়, বেশ গুরুতর। চোট তাঁর গোড়ালির লিগামেন্টে। সঙ্গে একটি ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে নেইমারের পায়ের চোট পাওয়া গোড়ালির ছবি। পায়ের পাতা থেকে শুরু করে গোড়ালি এখনও বেশ ফুলেই আছে। এই অবস্থায়, প্রি কোয়ার্টার ফাইনালে খেলাই অনিশ্চিত ব্রাজিল অধিনায়কের। শুরুতে তাঁর চোটের গভীরতা নিয়ে যে ভাবনা ছিল ব্রাজিল দলের মেডিক্যাল টিমের, তা এখন অনেকটাই বেড়ে গেছে। পরিস্থিতি যা, নেইমারের এবারের মতো বিশ্বকাপে আর খেলাই নাকি সম্ভব নয়!

এবার বিশ্বকাপ শুরুর আগে থেকেই কাপ জয়ের প্রবল দাবিদার – ব্রাজিল। কাতারে ১৮ ডিসেম্বর ফাইনাল। ট্রফি হাতে শেষ হাসি হাসার সেই স্বপ্ন নেইমারেরও ছিল।

একই সঙ্গে ছিল ব্রাজিলের হয়ে এক ইতিহাস গড়ার। মধ্যপ্রাচ্যে মরুদেশে হয়ে যেতে পারতেন, দেশের সর্বকালের সেরা স্কোরার। টপকে যেতে পারতেন ফুটবল সম্রাট পেলেকে। এই কিংবদন্তীর চেয়ে মাত্রই দুটি গোল পিছনে আছেন নেইমার। ১২২ টি ম্যাচে তিনি করে ফেলেছেন ৭৫ টি গোল। বিশ্বকাপ আর নেইমারের ফিটনেস সমস্যা যেন নিয়মিত হয়ে উঠেছে। মন্দ ভাগ্য তাঁকে তাড়া করে চলেছে।

শুধু এবারই নয়, শুরু সেই ২০১৪ সাল থেকে। সেবার দলের হয়ে সকলের নজর কেড়ে নিয়েছিলেন। সেবার কোয়ার্টার ফাইনালে পিঠের চোটে ছিটকে যান টুর্নামেন্ট থেকে। জার্মানি যে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছিল, নেইমার খেলতে পারেননি – সেই ম্যাচ। চার বছর পর ( ২০১৮) আবার বিশ্বকাপের মঞ্চে চোট – আঘাতে কাবু নেইমারকে ছন্দে পাওয়াই যায়নি। দলও বেলজিয়ামের কাছে হেরে কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছিল।

ছবি: সৌ টুইটার।