রাহুলের ভারত জোড়ো যাত্রায় উধাও পুলিশের ব্যারিকেড, দায় এড়াল জম্মু-কাশ্মীর পুলিশ

নিউজ ডেস্ক: ভেঙে পড়েছে রাহুল গান্ধীর নিরাপত্তা ব্যবস্থা। এমন অভিযোগে নির্ধারিত জায়গায় পৌঁছনোর আগেই থামল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। এর পরেই ট্যুইটে জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, হাঁটতেই পারতেন রাহুল। কেন নির্ধারিত জায়গার আগে থামিয়ে দেওয়া হল তা তারা জানে না। এ ব্যাপারে সংগঠকরা পুলিশের সঙ্গে কোনও আলোচনাও করেননি।

রাহুলের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ছিল বলে দাবি করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। পুলিশ জানিয়েছে, রাহুলের নিরাপত্তা বলয়ের সামনের কর্ডনে ১৫ কোম্পানি সিএপিএফ এবং ১০ কোম্পানি জম্মু ও কাশ্মীর পুলিশ ছিল। বাকি এক কিলোমিটার রাস্তা হাঁটতেই পারতেন রাহুল গান্ধী।

জানা গেছে, শুক্রবার জম্মু থেকে কাশ্মীরে ঢুকেছিল রাহুলের যাত্রা। বানিহাল টানেলের কাছাকাছি পৌঁছতেই কয়েকশো মানুষ রাহুলের দিকে ছুটে আসে। তারপরেই নিরাপত্তা বলয়ের সামনের কর্ডনে পুলিশের ব্যারিকেড ভ্যানিশ হয়ে যায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছোয় যে হিমশিম খেতে হয় রাহুলের নিরাপত্তা রক্ষীদের। এরপরেই হাঁটা থামিয়ে দেন রাহুল।

শুক্রবার রাহুলের সঙ্গে হেঁটেছিলেন ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনিও টুইট করে লেখেন, ‘আজ যা হয়েছে তা আমি চাক্ষুষ করেছি। হঠাৎ দেখলাম ভিড় এগিয়ে আসছে। সামনের যে ব্যারিকেড তা মিনিট খানেকের জন্য উধাও হয়ে গিয়েছিল।’