ইউ এন লাইভ নিউজ ডেস্ক: রামনবমীতে গোষ্ঠী হিংসার অভিযোগ উঠেছিল রাজ্যের বিভিন্ন জায়গায়। হুগলির রিসড়া, চন্দননগর, হাওড়ার শিবপুর, উত্তর দিনাজপুরের ডালখোলায় যে হিংসা রামনবমীতে দেখা দিয়েছিল, তার তদন্তের ভার দেওয়া হয়েছে এনআইএকে।
তবে, রামনবমী সংক্রান্ত হিংসার তদন্তে সহযোগিতা করছে না রাজ্য। এমন অভিযোগ নিয়েই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল এনআইএ। বুধবারই হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলা তুলে ধরেন এনআইএর আইনজীবী। এই মামলা নিয়ে আদালত জানিয়েছে, মামলা শোনা হবে বৃহস্পতিবার।
রামনবমীর অশান্তির পর গত ২৭ এপ্রিল ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই সময় শুভেন্দু অধিকারীর করা মামলায় হাইকোর্টের বিচারপতির রায় ছিল, এই সংক্রান্ত সমস্ত নথি দিতে হবে এনআইএকে।
যদিও সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। দাবি ছিল, জনস্বার্থ মামলার তদন্তের ভার এনআইএকে দেওয়া যায়না। তবে সেই আর্জি খারিজ করে দিয়েছিল দেশের শীর্ষ আদালত।
Leave a Reply