নিউজ ডেস্ক: নোট নয়, এবার স্বয়ং প্রধানমন্ত্রীকেই বদলের সময় এসেছে। আর তার জন্য দাঁড়াতে হবে ভোটের লাইনে। বৃহস্পতিবার পুরুলিয়ায় দাঁড়িয়েই নরেন্দ্র মোদিকে গদিচ্যুত করার ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
লোকসভা ভোটের আর এক বছরও বাকি নেই। তৃণমূল ইতিমধ্যে আওয়াজ তুলেছে ‘বিজেপি হটাও, দেশ বাঁচাও’। এই পরিস্থিতিতেই মোদি সরকারের সৌজন্যে আবারও ফিরে এসেছে নোট বাতিলের ‘কালো দিন’। মাত্র সাড়ে ছ’বছরের মধ্যে আয়ু শেষ হচ্ছে ২০০০ টাকার। সেই গোলাপি নোট বদল করতে ব্যাঙ্কে লাইন দিতে শুরু করেছেন সাধারণ মানুষ। সেই প্রসঙ্গ টেনেই এদিন নোট বাতিল আর চব্বিশের মহারণকে কার্যত মিলিয়ে দেন অভিষেক।
হুটমুড়া ময়দানের জনসভা থেকে বলেন, ‘অনেক হয়েছে নোটবন্দি, ভোটবন্দি। এবার যদি লাইনে দাঁড়ান, তাহলে নোট বদলানোর জন্য নয়, প্রধানমন্ত্রী বদলের জন্য লাইনে দাঁড়াতে হবে।’