এখনই না,শীত আসতে পারে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে জানাল হাওয়া অফিস

নিউজ ডেস্ক : এখনই শীত আসছে না। জাঁকিয়ে শীত পড়ার জন্য অপেক্ষা করতে হবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বলছে আলিপুর আবহাওয়া দফতর।

আপাতত বৃষ্টির কোনও রকম সম্ভাবনা নেই কোলকাতায়। একই রকমের আবহাওয়াই থাকবে কয়েকদিন। আগামী ৭২ ঘণ্টার মধ্যেই রাজ্যের পশ্চিম দিকের জেলাগুলিতে শীতের আমেজ টের পাওয়া যেতে পারে। এই বিষয় আইএমডির পদস্থ পরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, নভেম্বরের সর্বনিম্ন তাপমাত্রা দেশের বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে কম হবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা।

মঙ্গলবার উত্তরবঙ্গে কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির সম্ভাবনা নেই বাকি জেলাগুলিতে। উত্তরের হাওয়ার কারণে শীতলতার অনুভব হবে উত্তরের দিকে।

আরও পড়ুন : সুন্দরবনে বাঘিনী দর্শনে মুগ্ধ পর্যটকরা

আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়, যা এখন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং শ্রীলঙ্কা উপকূলের দিকে অবস্থান করছে। তামিলনাড়ু এবং কেরল জুড়ে সাইক্লোনিক মুভমেন্ট দেখা যাচ্ছে।যার লাইন প্রসারিত হচ্ছে আরব সাগর পর্যন্ত। এই কারণেই দক্ষিণ ভারতে ইতিমধ্যে ভারী বৃষ্টিপাতের স্মুখীন হয়ে জলমগ্ন অবস্থা তামিলনাড়ুতে। এছাড়াও আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তামিলনাড়ু ছাড়াও পুদুচেরি, কারাইকাল এবং কেরলে ভারী বৃষ্টি হবে।

আরও পড়ুন : প্রতিপক্ষ নয়, রোহিত-সাকিবকে ভাবাচ্ছে বৃষ্টি, বাংলাদেশের বিরুদ্ধে কী হবে চূড়ান্ত একাদশ?