ইউ এন লাইভ নিউজ: একইসঙ্গে দু’জন হেড কোচ? বিসিসিআই তাদের সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গে নানাবিধ জল্পনা মাথাচাড়া দিয়েছে ক্রিকেট মহলে। গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর দুর্বল বাংলাদেশকে দুরমুশ করলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জোরালো ধাক্কা খাওয়ায় গুঞ্জন এখন জোরালো হচ্ছে। যদিও বোর্ডের কর্তারা ঠারেঠুরে এটাও বুঝিয়ে দিয়েছেন, গম্ভীরের প্রতি বিন্দুমাত্র অনাস্থা তৈরি হবার মতো পরিস্থিতি এখনও আসেনি। এই বার্তা দেওয়ার পাশাপাশি ভিভিএস লক্ষ্মণকে চিফ কোচ হিসাবে দায়িত্ব দিল বোর্ড। বলা হয়েছে, টি-২০ সিরিজে ভারতীয় দলের কোচ হিসাবে দক্ষিণ আফ্রিকা যাবেন ভিভিএস।
গম্ভীর নয় কেন? এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে অংশ নিতে ভারতীয় দল রওনা হবার আগে তাদের প্রস্তুতির স্বার্থেই গম্ভীরকে দেশেই রেখে দেওয়া হচ্ছে। সে কারণেই টি২০ জন্য আলাদা কোচ নির্বাচন করা হল। ভিভিএস এখন জাতীয় ক্রিকেট একাডেমির টেকনিক্যাল ডিরেক্টর। রাহুল দ্রাবিড় অবসর নেওয়ার পর শুভমন গিলের নেতৃত্বে যে দল জিম্বাবোয়ে গিয়েছিল টি২০ সিরিজ খেলতে সেই টিমের কোচ হিসাবে সঙ্গে গিয়েছিলেন লক্ষ্মণ। সেইসময় ধরে নেওয়া হয়েছিল তিনিই হয়ত দায়িত্ব পাচ্ছেন জাতীয় দলের হেড কোচের পদে। সব জল্পনা উড়িয়ে বোর্ড কার্যত ঝাপিয়ে পড়েছিল গম্ভীরকে দায়িত্ব দেবার জন্য। এবার গম্ভীর হেড কোচ থাকা সত্বেও আলাদা করে টি২০ দলের হেড কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হল লক্ষণকে।
Leave a Reply