জল নয়, টিউবওয়েল টিপলেই বেরচ্ছে মদ! জানেন কোথায়

নিউজ ডেস্ক : কথায় বলে, ‘তলে তলে এত দূর’ ! ঠিক তেমনি মাটির তলদেশে জমানো আছে গুপ্তধন। জলের কলের মোড়কে, এবার মদের কল! ব্যাপারটা বেশ মজার, তাই না? হুবহু জলের কলের মত দেখতে, কিন্তু কলের হাতলে চাপ দিলেই উঠে আসবে মদ। এ কোন দেবতার আশীর্বাদ ?!

আসলে ব্যাপার তা নয়। পৃথিবীর সবচেয়ে ধূর্ত প্রানী মানুষ, এই ‘কথারই’ আরও একবার পাওয়া গেল প্রমান। একটি টিউবওয়েলের নীচে লুকিয়ে রাখা ছিল ড্রামভর্তি অবৈধ মদ। আর সেই ড্রামের সঙ্গেই পাইপের মাধ্যমে সংযোগ করা ছিল টিউবওয়েলটির।

তবে বাপের ও তো বাপ আছে !? তাই গোপন সূত্রে কেউ, এই খবর পৌঁছেদেয় পুলিশকে। আসলে গুনা এলাকায় অনেক দিন ধরেই রমরমিয়ে চলছিল অবৈধ মদের ব্যবসা । সোমবার এই খবর পেয়ে পুলিশ হাজির হয় চাঁচোড়া এবং রাঘোগড় ২টি গ্রামে। সূত্রের খবর , চাঁচোড় গ্রামের ফাঁকা মাঠের মধ্যখানে ছিল একটি টিউবওয়েল। সেই অনুসারে মাঠে পৌঁছায়ে পুলিশ ।

আরও পড়ুন : নতুন সাজে নতুন করে খুলল ‘জন আহার’ ক্যান্টিন

ফাঁকা মাঠের মধ্যমণি হয়ে গজিয়ে ওঠা কলটি দেখে সন্দেহ হয় তাঁদের। হঠাৎই টিউবওয়েলের হাতলে চাপ দিতেই বেরিয়ে আসে মদ ! এখনই চমকালে হবে না । ‘পিকচার আভি বাকি হ্যায়’ । এর পরই তোড়জোড়ের সাথে খোঁড়া শুরু হয় টিউবওয়েলের চারপাশ । আর এখানেই আসল চমক। সাত ফুট মাটি খোঁড়ার পর দর্শন মিলল মদভর্তি একাধিক ড্রামের। এখন থেকেই পাম্প করে, পাউচে মদ ভরে বিক্রি করা হত বলে জানিয়েছেন পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয়ে হাজার লিটার অবৈধ মদ। এই ঘটনায় জড়িত ৮ অভিযুক্তদের খুঁজছেন পুলিশ।

আরও পড়ুন : গুটখার দাগ তুলতে বছরে খরচ ১২০০ কোটি! কঠিন সমস্যার সহজ উপায় নিয়ে হাজির রেল কর্তৃপক্ষ