Suvendu Adhikari

Suvendu Adhikari: ‘এই সব ঢপবাজিতে কিছু হবে না’, ফের শুভেন্দুর কটাক্ষের মুখে মুখ্যমন্ত্রী

ইউ এন লাইভ নিউজ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শিল্প জোয়ার নিয়ে বড় বার্তা দিয়েছেন। আমেরিকার দূতের সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের। লুলু গোষ্ঠীর জন্যেও জমি চিহ্নিত হয়েছে বলে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। তবে এই কোনও কথাকেই গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু অধিকারী। কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা তৈরির জন্য জমি আছে এমনটাই বার্তা দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে আমেরিকার কনসাল জেনারেল বৈঠক হয়েছে বৃহস্পতিবার। পরে এই বিষয়ে বার্তা দেন তিনি। লুলু গোষ্ঠী রাজ্যে বিনিয়োগ করবে। সে কথাও জানানো হয়েছে। লুলু গোষ্ঠীর জন্য জমি চিহ্নিত হয়েছে বলে খবর।

রাজ্যের শিল্প উন্নয়ন নিয়ে খোঁচা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। “আসছেন, এসেছেন, চুক্তি করেছেন। এই সব ১৩ বছর ধরে দেখেছি আমরা। বিজিবিএস- এ ১৬ লক্ষ কোটি টাকার বিনিয়োগও দেখেছি আমরা। এই সব ঢপবাজিতে কিছু হবে না।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার জানান, আগামী ৫-৬ ফেব্রুয়ারি বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলন। তার আগে আমেরিকার সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে আলোচনা হবে। কারখানা বিনিয়োগ সংক্রান্ত রূপরেখা তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এই কোনও বক্তব্যকেই মান্যতা দিতে চান না বিজেপির শুভেন্দু অধিকারী।

“জমি নীতি যতক্ষণ না বদলাবে, আইন-শৃঙ্খলা যতক্ষণ না ঠিক হবে, এই বাংলায় কেউ বিনিয়োগ করবে না।” জোর গলায় আবারও এই কথা দাবি করেছেন শুভেন্দু। কলকাতায় সেমিকন্ডাক্টর হাব তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, “বাংলার শিল্পের উন্নতি, বিনিয়োগ বিজেপি সরকার এলে হবে।” সম্প্রতি আমেরিকার সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময় প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তাঁর বৈঠক হয়। বাণিজ্যিক চুক্তির সঙ্গে কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা তৈরির কথাও বলা হয়। পরে প্রধানমন্ত্রীর দফতর থেকে কলকাতায় কারখানার তৈরির বিষয় নিয়ে বিবৃতিও দেওয়া হয়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, “রাজ্যে বিদ্যুৎ, ইস্পাত, চর্ম শিল্প সহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগ হচ্ছে। কর্মসংস্থান বাড়ছে।”