স্পোর্টস ডেস্ক: আজ আবার একটা রাত জাগার দিন। রাত ১২.৩০ মিনিটে ব্রাজিল নামছে এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে। প্রতিপক্ষ – সার্বিয়া। আর এই সার্বিয়া নিয়ে গুজবের ফানুস ওড়ানো চলছে। বলা হচ্ছে, ড্রোন উড়িয়ে সার্বিয়ার ফুটবলারদের ফর্ম নিয়ে খোঁজ নিচ্ছে ব্রাজিল!
বিশ্বকাপ ফুটবল ২০ নভেম্বর শুরু হলেও ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের খেলা হয়নি। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হতে চলেছেন নেইমার-রিচার্লিসনরা। এই ম্যাচ দিয়েই এবারের অভিযান শুরু হতে যাচ্ছে সেলেসাওদের। এখনও ম্যাচের আগে ব্রাজিল নিজেদের প্রথম একাদশ নিয়েই মুখ খোলেনি। তবে স্কুপওয়ালারা তাও নাকি পেয়ে গেছে!
তবে সোশ্যাল মিডিয়াতে খবর রটেছে, ব্রাজিল শিবির নাকি সার্বিয়ার অনুশীলনের সময় মাঠে ড্রোন উড়িয়েছে। সেই দলের প্র্যাক্টিস নিজেদের ক্যামেরায় ধরে রেখেছে। এমনসব খবর শুনে কিন্তু সার্বিয়ান কোচ স্টইকভিচ তা উড়িয়ে দিয়েছেন।সার্বিয়ান কোচ স্টইকভিচ ব্রাজিলের ড্রোন ওড়ানোর খবর প্রসঙ্গে বলেছেন, ‘ব্রাজিল কেন আমাদের ওপর ড্রোন উড়িয়ে গোয়েন্দাগিরি চালাবে? তাদের এসবের প্রয়োজন নেই। ব্রাজিল মানেই তো ফুটবলের সুপার পাওয়ার। আমাদের এমন কিছু নেই , যে তাদের ড্রোন উড়িয়ে আমাদের কৌশল মাপতে হবে।’
ড্রোন ঘটনাটি নাকি স্রেফ রটনা। পুরোটাই মিথ্যা। তাই সার্বিয়ার কোচ স্টইকভিচ বলেছেন, ‘আমি মনে করি এটা পুরোপুরি ভুল একটা খবর, গুজব। আর তর্কের খাতিরে যদি ধরে নিই যে এটা সত্যি , ব্রাজিল যদি সত্যি সত্যিই ড্রোন উড়িয়ে থাকে , তাহলে বলতে হবে — তাদের বিশেষ কিছু টের পাওয়ার সম্ভাবনা খুবই কম।’
উল্টে সার্বিয়া কোচ স্টইকভিচ ব্রাজিলকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। বলেছেন, ব্রাজিল দুর্দান্ত, বিশ্বের অন্যতম সেরা দল। ‘ব্রাজিল দুর্দান্ত দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন তারা। দুনিয়ার অন্যতম সেরা দল। আমি মনে করি, ব্রাজিলের এই দলটি এই মুহূর্তে সেই দেশের সোনালি প্রজন্ম। জানি, সার্বিয়ার জন্য খুবই কঠিন একটা ম্যাচ অপেক্ষা করছে। সকলের মনে রাখা ভালো- প্রতিটা ম্যাচই ০-০ অবস্থায় শুরু হয়। তাই আমাদেরও জেতার সুযোগ থাকবে । তবে এটা বলতে পারি আমরা কাউকে ভয় পাই না।’
মাঠের লড়াই মাঠেই হবে। সেই লড়াই আর সাম্বা ফুটবলে গোল উৎসব দেখতে মুখিয়ে আজ বিশ্বের ফুটবলপ্রেমীরা ।
Leave a Reply