ইউ এন লাইভ নিউজ: অনেক সময় মেট্রো রেলের টিকিট কাটকে গিয়েও খুচরো নিয়ে সমস্যা তৈরি হয়। এবার সেই সমস্যা মিটতে চলছে। মেট্রে স্টেশনের কাউন্টারে টিকিট কাটতে গিয়ে খুচরোর সমস্যার পরিচিত দৃশ্য খুব শীঘ্রই অতীত হতে চলেছে। ডিজিটাল লেনদেনের এক নতুন পন্থা হিসাবে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস ভিত্তিক টিকিটিং ব্যবস্থা খুব তাড়াতাড়ি চালু করতে চলছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এর ফলে কাউন্টারে খুচরো টাকা বা পয়সার মাধ্যমে সঠিক ভাড়া দিতে গিয়ে বর্তমানে মেট্রো যাত্রীদের যে সমস্যার সম্মুখীন হতে হয় তা মিটে যাবে বলে আশা করা হচ্ছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস-এর সহায়তায় মেট্রো কর্তৃপক্ষ ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস ভিত্তিক টিকিটিং ব্যবস্থা চালু করতে চলেছে। এই বিষয়ে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডির উপস্থিতিতে মঙ্গলবার গ্রিন লাইনের শিয়ালদা স্টেশনে এই ব্যবস্থার মহড়া সম্পন্ন হয়েছে। এমনকী পি উদয় কুমার রেড্ডি নিজে এই ব্যবস্থার মাধ্যমে একটি টিকিট কাটেন। মেট্রো রেলওয়ের প্রিন্সিপাল চিফ অপারেশন্স ম্যানেজার শ্রী সৌমিত্র বিশ্বাসের উদ্যোগে ও তৎপরতায় এই নতুন টিকিটিং ব্যবস্থা চালু হচ্ছে বলে জানা গিয়েছে।