Loksabha Election 2024: শেষ রবিবাসরীয় প্রচারে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য নিজের জয় নিয়ে আশাবাদী

ইউ এন লাইভ নিউজ: ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচারে বেরিয়ে গতকাল বেশ আত্মবিশ্বাসী এবং নিজের জয় নিয়ে আশাবাদী দেখা গেল তমলুকের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য-কে। তিনি জানালেন, তমলুকের মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছে। ১৯ মে তমলুক শহরের ১১ নম্বর ওয়ার্ড থেকে ২০ নম্বর ওয়ার্ড পর্যন্ত প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন দেবাংশু।

ষষ্ঠ দফায় তমলুক লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ, অর্থাৎ ২৫ মে। যত নির্বাচনের দিন এগোচ্ছে বাড়ছে রাজনৈতিক দলগুলির ভোট প্রচার। শেষ রবিবাসরীয় ভোট প্রচারে তমলুক টাউনে বিভিন্ন ওয়ার্ডে ঘুরলেন দেবাংশু ভট্টাচার্য। প্রচারের কোথাও তাঁকে পরানো হল রজনীগন্ধার মালা আবার কোথাও দেওয়া হল ফুলের তোড়া। তীব্র দাবদাহের কারণে প্রচারের মাঝে মাঝে গ্লুকোজ জল খেয়ে শরীরের তৃষ্ণা নিবারণ করতে দেখা গেল প্রার্থীকে। সবকিছু মিলিয়ে সকাল থেকে সন্ধ্যা অবধি জোর কদমে প্রচার চালাতে দেখা গেল তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু-কে।

এদিন রবিবাসরীয় প্রচারে বেরিয়ে তিনি জানান, ‘’ভোটের প্রচারে এতটাই ব্যস্ত কোনটি কোন বার বা কোন দিন মনেই থাকছে না। যখন দেখছি রাস্তাঘাটের বদলে বাড়িতে মানুষজন রয়েছেন তখন মনে হচ্ছে রবিবার।” এছাড়াও তিনি বলেন, ”তমলুক শহরের মানুষেরা তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছেন। তাম্রলিপ্ত পৌরসভার এলাকা থেকে লোকসভা নির্বাচনে বেশ ভাল লিড পাবে তৃণমূল কংগ্রেস।” শেষ রবিবার ভোট প্রচারের জন্য তমলুক শহরকেই বেছে নিতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের এই তরুণ প্রার্থীকে।