নিউজ ডেস্ক : সকালে গায়ে হালকা কিছু জড়িয়েই, ছাড়তে হচ্ছে বিছানা। এর থেকেই বোঝা যাচ্ছে রাজ্যে প্রবেশ করেছে শীত। কলকাতায় বুধবার তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। কলকাতাতে নিম্নচাপের জন্য তাপমাত্রা নিম্নতম ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে।
শীত ঢুকতে না ঢুকতেই কোনও কোনও রাজ্যে একধাক্কায় পারদ পতন হতে দেখা গেছে দশের নিচে। আগেই বলা হয়েছিল খুব শীঘ্রই পারদ পতন হতে দেখা যাবে। সেই মতই পুরুলিয়ায় উষ্ণতা ৯.৮ ডিগ্রি সেন্টিগ্রেড হতে দেখা গেল, যা ছিল মরশুমের শীতলতম দিন। এছাড়াও বাঁকুড়ায় মঙ্গলবার তাপমাত্রা পারদ নেমেছে ১৪.৪ ডিগ্রি সেন্টিগ্রেডে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কমছে তাপমাত্রা।
আরও পড়ুন : অখিল মন্তব্য খতিয়ে দেখছে পুলিশ, হাইকোর্টে জানাল রাজ্য
অন্যদিকে আন্দামান সাগরের কাছে তৈরি হচ্ছে নিম্নচাপ। বুধবারের মধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে যাবে বলে জানা যাচ্ছে। যা নিজের জোর বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। আইএমডির মতে, ১৮ নভেম্বর এমন ঘটনা ঘটতে পারে । এর জেরে বুধবারই ঝড় শুরু হয়েযাবে যার গতিবেগ হতে পারে ৪৫-৫০কিলোমিটার। এবং ল্যান্ডফল হওয়ার সময়ে এর গতিবেগ বেড়ে হতে পারে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এর জেরে উত্তর ভারতের কিছু জায়গায় বৃষ্টি বা তুষারপাত হতে দেখা যেতে পারে। এর ফলে অনেকটাই পারদ পড়তে দেখা যাবে উত্তর পশ্চিমভারতের বেশ কিছু জায়গায়।
আরও পড়ুন : হঠাৎ হার্ট অ্যাটাক ঐন্দ্রিলার, অবস্থা আরও সঙ্কটজনক
Leave a Reply