ইউ এন লাইভ নিউজ: রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে ধর্ষণ করার হুমকি দিয়ে আগেই গ্রেফতার হয়েছিল এক যুবক। পরবর্তীকালে এই একই ধরনের হুমকি দিয়েছিলেন এক মহিলাও। এবার এই ঘটনায় গ্রেফতার হলেন সেই মহিলা। আর জি কর ঘটনার কাণ্ডে রাজ্যের নানা প্রান্তে নিত্যদিন মিছিল বার করা হচ্ছে। সেই রকমই সব মিছিল থেকে শুধু মুখ্যমন্ত্রীর পদত্যাগেরই দাবি জানানো হচ্ছে তাই না, মুখ্যমন্ত্রী পরিবারের সদস্যদের প্রতিও হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এর আগে সেই ধরনেরই একটি মিছিল থেকে এক যুবক বলেছিল, অভিষেকের মেয়েকে ধর্ষণ করলে তাকে পুরস্কার দেওয়া হবে। সেই হুমকি ভিডিও ভাইরাল হওয়ার পরে তা নিয়ে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও হয় মাসাদুল মোল্লা নামের ওই যুবক। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁ ব্লকের মঠবাড়ী এলাকায়। পরবর্তীকালে আরও একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। সেখানে এক মহিলাকে একই ধরনের হুমকি দিতে দেখা যায়। সেই ঘটনার জেরে এবার ওই মহিলাও গ্রেফতার হলেন।
দ্বিতীয় যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল সেখানে দেখা গিয়েছিল, আর জি কর কাণ্ডের প্রতিবাদে বার হওয়া একটি মিছিলে থাকা এক মহিলা সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে বুক ফুলিয়ে দাবি করছেন, তাঁর বাড়িতে আছে ১৭ বছরের ছেলে। সেই ছেলেকে তিনি বলবেন অভিষেকের মেয়েকে ধর্ষণ করতে। তারপর চাঁদা তুলে ১৫ লক্ষ টাকা তিনি দিয়ে দেবেন অভিষেক কন্যাকে ক্ষতিপূরণ হিসাবে। কেননা মুখ্যমন্ত্রী আর জি কর কাণ্ডের নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ টাকা নাকি ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই ছিঃ ছিঃ রব ওঠে। অবিলম্বে ওই মহিলাকে গ্রেফতার করার দাবিও ওঠে। ঘটনা হচ্ছে, ওই মহিলা যখন হুমকি দিয়েছিলেন, তখন তিনি দাবি করেছিলেন তিনি নাকি যাদবপুরের বাসিন্দা। যদিও ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে মহিলার নাম রুমা দাস। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ডহারবার মহকুমার ফলতা থানা এলাকায়। সেখান থেকেই পুলিশ তাকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রুমার বিরুদ্ধে পকসো আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিন অর্থাৎ সোমবার রুমাকে ডায়মন্ডহারবার মহকুমা আদালতে পেশ করা হবে। ঘটনাচক্রে রুমা যে ফলতায় থাকেন তা অভিষেকেরই সংসদীয় কেন্দ্রের মধ্যে পড়ে। চলতি বছরের লোকসভা নির্বাচনে সেই ডায়মন্ডহারবার কেন্দ্র থেকেই অভিষেক ৭ লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এবার তাঁর সংসদীয় এলাকারই বাসিন্দা তাঁরই মেয়েকে ধর্ষণের হুমকি দিয়ে গ্রেফতার হলেন। সূত্রে জানা গিয়েছে রুমা সিপিআই(এম)’র মহিলা সংগঠনের সদস্য। আর জি কর কাণ্ডের প্রতিবাদে ‘উই ওয়ান্ট জাস্টিস’ শ্লোগান তোলা মিছিল থেকেই এখন দেখা যাচ্ছে অনেকেই যা খুশি হুমকি দিয়ে চলেছেন। তার থেকেও বড় কথা, বাংলার মানুষ যাদের প্রতিটি নির্বাচনের চূড়ান্ত ভাবে প্রত্যাখান করে চলেছে সেই বাম-বিজেপি এখন রাস্তায় নেমে নিত্যদিন মিছিল করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেই ক্ষান্ত হচ্ছে না, তাঁর পরিবারের ছোট ছোট সদস্যদেরও হুমকি দিচ্ছে।
Leave a Reply