একদিন যার জন্য হাহাকার পড়ে গিয়েছিল, আজ তার দিকে ফিরেও তাকাচ্ছে না মানুষ

নিউজ ডেস্ক : নবান্নের নির্দেশ অনুসারে, টিকা নিতে হবে সবাইকে। যারা নিচ্ছেন না বা নিতে চাইছেন না। দরকারে তাদের দ্বারে দ্বারে গিয়ে টিকা নেওয়ার জন্য রাজি করতে হবে। টিকার মেয়াদ চলে যাওয়ার আগেই এই কাজ সম্পূর্ণ করতে হবে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য আধিকারিকদের।

করোনার প্রভাব যতই কমছে, ততই কমছে এর প্রতি সচেতনতা। তাই টিকার গুরুত্বও কমে গেছে। যেই টিকার জন্য এতো দিন লম্বা লাইন পড়তো। সকাল থেকে রাত হয়ে যেত তাও কখন কখন পাওয়ায় যেতনা টিকা। সেই টিকাই এখন বাক্সবন্দি হয়ে পড়ে রয়েছে গুদামে। এই কারনে স্বাস্থ্য দফতরে পড়ে রয়েছে অগুন্তিক ভ্যাকসিন। কিন্তু পড়ে থাকলে তো চলবে না। এর মেয়াদ যাতে উত্তীর্ণ হয়ে নষ্ট না হয়ে যায় তার দিকেই নজর পড়েছে এবার সরকারের। স্বাস্থ্য দফতরের নির্দেশে জেলাগুলিকে বলা হয়েছে কোভিডের পড়ে থাকা টিকা গুলিকে কাজে লাগানোর জন্য।

আরও পড়ুন : ছট পুজোর আগেই ভয়াবহ আগুন, গুরুতর আহত কমপক্ষে ৩০

সূত্রের খবর,কোভিড টিকা কাজে লাগানোর জন্য, প্রয়োজনে প্রতি বাড়ি গিয়ে মানুষকে বোঝাতে হবে টিকা নেওয়ার জন্য। মাইকে প্রচার করে হোক বা অন্য কোনও পন্থা অবলম্বন করে হোক, টিকা দিতে হবে। কারণ রাজ্যে এই মুহূর্তে ৫ থেকে ৬ লক্ষ কোভিড টিকা জমে রয়েছে। কমেছে করোনা সঙ্গে কমেছে টিকা নেওয়ার ইচ্ছাও। বুস্টার নিতেও এগিয়ে আসছেন না মানুষ। তাই এবার তৎপর সাস্থ ভবন। টিকা নিতে উৎসাহিত করতে হবে সাধারণ মানুষকে।

আরও পড়ুন : ডেঙ্গি: ৪৫ হাজার ছাড়াল! এক সপ্তাহে আক্রান্ত প্রায় ৬০০০, বাড়ছে মৃতের সংখ্যা