Tarapith Mahasamsan

Tarapith Crematorium: তারাপীঠ মহাশ্মশানে এক কোমর জল, বন্ধ দেহ সৎকারের কাজ

ইউ এন লাইভ নিউজ: বৃষ্টিপাতের জেরে ভেসে গিয়েছে সারা কলকাতা। বাদ পড়েনি পশ্চিমবঙ্গের বাকি জেলা গুলিও। অতি বৃষ্টির জেরে বিপর্যস্ত তারাপীঠের মহাশ্মশানও! স্থানীয় সূত্রের খবর, টানা বৃষ্টির জেরে দ্বারকা নদীর জলস্তর বেড়ে ঘটেছে বিপত্তি। নদী উপচে জল ঢুকে পড়েছে শ্মশানে। শ্মশানের বিভিন্ন এলাকায় প্রায় এক কোমর সমান জল দাঁড়িয়ে রয়েছে বলে জানা গিয়েছে।

শনিবার অর্থাৎ ৩ আগস্ট তারাপীঠ মহাশ্মশানে আপাতত দেহ সৎকারের কাজ বন্ধ রাখা হয়েছে। যদিও শ্মশান কর্তৃপক্ষর তরফে জানানো হয়েছে, দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। গত কযেকদিন ধরেই রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে। যার জেরে প্রতিটি এলাকায় নদীর জলস্তর বাড়ছিল। বৃহস্পতিবার বিকেলের পর থেকে বীরভূমের রামপুরহাটে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার বিকেলেই দ্বারকা নদীর জলস্তর বিপদ সীমা ছুঁয়েছিল। তখন থেকেই মন্দির সংলগ্ন শ্মশানে নদীর জল ঢুকতে শুরু করে। শনিবার সকালে তা প্রায় এক কোমর সমান হয়ে যায়। ডুবে যায় শ্মশানের বিস্তীর্ণ এলাকা। তবে দুপুরের পর থেকে নতুন করে বৃষ্টি না হওয়ায় জল নামতে শুরু করেছে বলে খবর।

জানা যাচ্ছে, ভারী বৃষ্টিপাতের জেরে গত চারদিন ধরে বিপর্যস্ত রামপুরহাট মেডিক্যাল কলেজের পরিষেবা। বন্ধ রয়েছে সিটি স্ক্যান, এক্স-রে পরিষেবাও। ফলে চিকিৎসা করাতে এসে বিপাকে পড়েছেন রোগী এবং তাঁদের আত্মীয়েরা। প্রসঙ্গত, জেলায় জেলায় নদীগুলির জলস্তর বৃদ্ধি পাওয়ায় একাধিক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তার মধ্যে যেমন বীরভূমের জয়দেবের কাছে অজয় নদীর উপর ফেরিঘাট রয়েছে তেমনি ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে ফেয়ার ওয়েদার ব্রিজ ভেসে গেছে। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমাতেও।

About Rhitwika Chowdhury

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *