FIFA World Cup 2022: এখনও ব্যর্থ প্রিয় দল,শোকে ওয়েলস সমর্থকের মৃত্যু!

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ৬৪ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ওয়েলস। প্লে-অফে ইউক্রেনকে হারিয়ে ইতিহাস রচনা করে ছিলেন গ্যারেথ বেলরা। কিন্তু এখনও দলের পরের রাউন্ডে খেলা নিশ্চিত নয়।

বিশ্বকাপে বেশ কোণঠাসা হয়ে রয়েছে ওয়েলস। আমেরিকার সঙ্গে ড্রয়ের পর ইরানের কাছে হেরে গেল। তাই দ্বিতীয় রাউন্ডে যেতে এখন জিততেই হবে তাদের। দলের অবস্থা যখন এমন বেসামাল , তখনই টুইটারে ছড়িয়ে পড়লো খবরটি।

কাতারে বিশ্বকাপ দেখতে গিয়ে মারা গেছেন এক ওয়েলস সমর্থক। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন। মৃত্যুর কোলে ঢলে পড়া ওয়েলস সমর্থকের নাম – কেভিন ডেভিস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। হঠাৎ অসুস্থ বোধ করায় ইরানের বিপক্ষে ম্যাচটি দেখতে মাঠে যাননি তিনি। চিকিৎসার জন্য তাঁকে দোহার হামাদ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছনোর পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

টুইটারে ওয়েলস ফুটবলের সংস্থার চিফ এক্সিকিউটিভ নোয়েল মুনি পোস্ট করেছেন, ‘একজন ওয়েলস সমর্থক কাতারে খেলা দেখতে গিয়ে মারা গেছেন। খুব খারাপ খবর।’ প্রয়াত সমর্থকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

ওয়েলস ফুটবল সমর্থকদের একটি সংস্থা আছে। সেই সংস্থার পক্ষ থেকেও টুইট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘দুর্ভাগ্য আমাদের। কাতারে আমরা একজন বন্ধু সমর্থককে হারিয়ে ফেললাম। দোহায় থাকা তার ছেলে ও পরিবারের প্রতি সমবেদনা জানাই।’ ‘বি’ গ্রুপে দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের একেবারে নিচে আছে ওয়েলস। গ্রুপ পর্বের বাধা টপকে যেতে শেষ ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে সামলাতে হবে ওয়েলসকে।

ছবি: সৌ টুইটার।