ইউ এন লাইভ নিউজ ডেস্ক: কর্মক্ষেত্রে, গবেষণার জন্য, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে চাকরির জন্য যা মানদণ্ড হয়ে দাঁড়ায়, তা হল নেট বা সেট পরীক্ষা। এই পরীক্ষায় অংশগ্রহণকারী পড়ুয়ার সংখ্যাও কম নয়। বহু মহিলা, পুরুষ এই পরীক্ষা দেন প্রতি বছর।
দুটি পত্রে এই পরীক্ষা হয়। দ্বিতীয় পত্র বিষয়ভিত্তিক থাকলেও, প্রথম পত্রে থাকে বিভিন্ন বিষয়ের উপরে প্রশ্ন। সেই প্রথম পত্রের জন্য পড়ুয়াকে প্রস্তুত করতে অনলাইন ক্লাস চালু করছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যমন্দির। এবার আর চিন্তা থাকবে না ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা স্টেট এলিজিবিলিটি টেস্ট নিয়ে।
ক্লাস হবে অনলাইনে। ঘরে বসেই তাই করতে পারবেন ক্লাস। স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই। সপ্তাহে চারদিন থাকবে ইন্টারেকটিভ বা আলাপচারিতার ক্লাস। এছাড়াও আয়োজন করা হবে একাধিক মক টেস্টের। কোর্সমুল্য বাবদ জমা দিতে হবে মোট ৫০০০ টাকা। এছাড়াও এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট।
Leave a Reply