Abhijit Ganguly

Abhijit Ganguly:মনোনয়ন জমা দিতে গিয়ে ধুন্ধুমার কান্ড তমলুকে, শুভেন্দুকে চোর স্লোগান বিরোধীদের

ইউ এন লাইভ নিউজ: বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুভেন্দু অধিকারীকে নিয়ে তমলুকে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয় এলাকায়। অভিজিৎ ও শুভেন্দু যখন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য তমলুকের হাসপাতাল মোড়ে তাদের শোভাযাত্রা নিয়ে পৌঁছায় ঠিক তখনই তৃণমূল সমর্থকদের একটি দল থেকে ‘চোর’ স্লোগান ওঠে, যা নিয়ে একটি বিশৃঙ্খলা তৈরী হয়। সেই সস্লোগান শুনে পাল্টা দেয় বিজেপি কর্মীরাও। যা এলাকার উত্তেজনাপূর্ণ পরিবেশকে আরও তীব্র করে তোলে। সম্প্রতি বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপি তে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার সাথে ২০২৪ লোকসভা নির্বাচনে তমলুকে বিজেপি প্রার্থী হিসাবে মনোনীত হয়েছে। সেই মতো মনোনয়ন জমা দেওয়ার দিন বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর সাথে অভিজিৎ বিজেপি কর্মীদের নিয়ে জেলা শাসকের দপ্তরে যান। তারা তমলুক হাসপাতালের মোড়ের সামনে যাওয়ার সাথে সাথে সেখানে ধর্নায় বসা চাকরিহারা শিক্ষকরা শুভেন্দুকে ‘চোর’ বলে স্লোগান দেয়। এতে উত্তেজনা আরও বেড়ে যায়, পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। বিজেপি সমর্থকরা রীতিমতো হাতাহাতি তে জড়িয়ে পরে। বিশৃঙ্খলার মধ্যে ধর্ণা মঞ্চের এক মহিলা সদস্য ধাক্কাধাক্কির কারণে অসুস্থ হয়ে পড়েন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পরিস্থিতি অস্থিতিশীল থাকে, যার ফলে শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।