নিউজ ডেস্ক: ওভারড্রাফট কাণ্ডের জেরে বিড়ম্বনা আরও বাড়ল বঙ্গ বিজেপির। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওই শাখা থেকে ইতিমধ্যেই টাকা তোলায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। ৫০ কোটি টাকারও বেশি ওভারড্রাফট নেওয়ার সুবিধাযুক্ত ওই ‘কারেন্ট অ্যাকাউন্ট’ থেকে নেওয়া ঋণের বিশদ তথ্য তলব করে এবার ব্যাংকের তরফে রীতিমতো কড়া নোটিস পাঠানো হল।
রিজার্ভ ব্যাংকের নির্দেশিকা উদ্ধৃত করে পাঠানো ওই নোটিসে কারেন্ট অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় শর্ত সবিস্তারে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে লেনদেনের ক্ষেত্রে ওইসব নির্দেশিকা না মানা হলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে বলেও স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রাজ্য বিজেপির পাশাপাশি দলের বিভিন্ন শাখার অ্যাকাউন্টও রয়েছে পিএনবিতে। স্বাভাবিকভাবেই ওই অ্যাকাউন্টে লেনদেনের ক্ষেত্রে কী এমন গলদ ধরা পড়েছে যার জেরে ওই নোটিস, তা নিয়ে জল্পনা চরমে। অন্যদিকে, একটি রাজনৈতিক দলের ব্যাংক অ্যাকাউন্টে ৫০ কোটি টাকারও বেশি ওভারড্রাফট নেওয়ার সুবিধা থাকার বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। অ্যাকাউন্টটি বিজেপির রাজ্য শাখার হওয়ার জন্যই বিধি ভেঙে এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছে কি না, সেই বিতর্কও দানা বাঁধছে।
রাজ্য শাখার ব্যাংক অ্যাকাউন্টে জটিলতার খবর ইতিমধ্যেই দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছেছে। সেই তথ্য নিয়ে খতিয়ে দেখার মাঝেই ব্যাংকের কড়া নোটিস দলীয় দপ্তরে পৌঁছনোয় বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় স্তরে আপাতত তোলপাড় তুঙ্গে।
Leave a Reply