প্যাকেজ ট্যুর: এবার ভ্রমণ পিপাসুদের পাশে রাজ্য পরিবহণ দফতর

নিউজ  ডেস্ক: ভ্রমণ পিপাসুদের আনন্দের স্বাদ আরও বাড়াতে এবার তাঁদের জন্য নতুন দরজা খুলে দিতে চলেছে পরিবহণ দফতর।সপ্তাহের শেষে রাজ্যবাসীকে বেড়াতে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য পরিবহণ দফতর।

১১ সেপ্টম্বর ভেসেল চালানোর মধ্যে দিয়ে এই পরিষেবার শুভ সূচনা করতে চলেছে রাজ্য সরকার।এছাড়াও ১৬ সেপ্টম্বর বাস পরিষেবা চালু হবে বলে সম্প্রতি জানিয়েছেন, রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।

আরও পড়ুন: সু্প্রিম কোর্টে স্বস্তি, হাথরাস মামলায় ২৩ মাস পর জামিন সাংবাদিক কাপ্পানের

মিলেনিয়াম পার্ক থেকে দক্ষিণেশ্বর প্রায় পাঁচ ঘন্টার পথ। হাওড়া থেকে শিবপুর হয়ে ভলভোয় বট্যানিক্যাল গার্ডেন ঘুরে দেখার সুযোগ থাকছে রাজ্য সরকারের এই প্যাকেজ ট্যুরে।

রবিবার এই পরিষেবা শুরু হওয়ার পর থেকে সপ্তাহ শেষে শনি ও রবিবার ছুটির দিন ঘোরাঘুরির এমন সুযোগ থাকছে।

কলকাতা থেকে বকখালি, মায়াপুর, ফুরফুরা শরিফ, তারাপীঠ, ব্যান্ডেল চার্চ এবং চন্দ্রকোণা দিয়ে আপাতত বাস পরিষেবা শুরু হচ্ছে। নন এসি  বাস চালু হচ্ছে, বসিরহাট, বারাসাত, ক্যানিং, ঘটকপুকুর এবং ক্যানিং থেকে ফুরফুরা শরিফ পর্যন্ত।

এই পরিষেবা পেত অনলাইন এবং কাউন্টার থেকেও টিকিট কাটার সুবিধা থাকছে।

Related Posts

Howrah Incident: শালিমারে ধুন্ধুমার! ইটবৃষ্টি, পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নামানো হল র‍্যাফ

ইউ এন লাইভ নিউজ: হাওড়ার শালিমারে ধুন্ধুমার কাণ্ড। শালিমার পাঁচ নম্বর গেট এলাকায় শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ উত্তেজনা ছড়ায়। শনিবার রাতে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। শুরু…

BCCI: দুশ্চিন্তাগ্রস্ত কিংবদন্তি গাভাস্কার! অদূর ভবিষ্যতে ক্রিকেট নির্মাণ কারখানায় কী তালা পড়তে চলেছে?

ইউ এন লাইভ নিউজ: ক্রিকেট বোর্ডের বর্তমান কাজকর্ম নিয়ে রীতিমত দুশ্চিন্তাগ্রস্ত কিংবদন্তি গাভাস্কার। তাঁর ধারণা, বিসিসিআই যেভাবে চলছে তাতে অদূর ভবিষ্যতে ক্রিকেট নির্মাণ কারখানায় তালা পড়তে চলেছে। তাঁর মূল দুশ্চিন্তা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *