নিউজ ডেস্ক: ভ্রমণ পিপাসুদের আনন্দের স্বাদ আরও বাড়াতে এবার তাঁদের জন্য নতুন দরজা খুলে দিতে চলেছে পরিবহণ দফতর।সপ্তাহের শেষে রাজ্যবাসীকে বেড়াতে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য পরিবহণ দফতর।
১১ সেপ্টম্বর ভেসেল চালানোর মধ্যে দিয়ে এই পরিষেবার শুভ সূচনা করতে চলেছে রাজ্য সরকার।এছাড়াও ১৬ সেপ্টম্বর বাস পরিষেবা চালু হবে বলে সম্প্রতি জানিয়েছেন, রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।
আরও পড়ুন: সু্প্রিম কোর্টে স্বস্তি, হাথরাস মামলায় ২৩ মাস পর জামিন সাংবাদিক কাপ্পানের
মিলেনিয়াম পার্ক থেকে দক্ষিণেশ্বর প্রায় পাঁচ ঘন্টার পথ। হাওড়া থেকে শিবপুর হয়ে ভলভোয় বট্যানিক্যাল গার্ডেন ঘুরে দেখার সুযোগ থাকছে রাজ্য সরকারের এই প্যাকেজ ট্যুরে।
রবিবার এই পরিষেবা শুরু হওয়ার পর থেকে সপ্তাহ শেষে শনি ও রবিবার ছুটির দিন ঘোরাঘুরির এমন সুযোগ থাকছে।
কলকাতা থেকে বকখালি, মায়াপুর, ফুরফুরা শরিফ, তারাপীঠ, ব্যান্ডেল চার্চ এবং চন্দ্রকোণা দিয়ে আপাতত বাস পরিষেবা শুরু হচ্ছে। নন এসি বাস চালু হচ্ছে, বসিরহাট, বারাসাত, ক্যানিং, ঘটকপুকুর এবং ক্যানিং থেকে ফুরফুরা শরিফ পর্যন্ত।
এই পরিষেবা পেত অনলাইন এবং কাউন্টার থেকেও টিকিট কাটার সুবিধা থাকছে।