কেন্দ্রীয় আবাস যোজনার তালিকা থেকে বাদ পদ্মশ্রী মঙ্গলাকান্তর নাম, নিয়ম বহির্ভূত কিছুই হয়নি, দাবি বিডিওর

নিউজ ডেস্ক: আগেই পেয়েছিলেন সরকারি প্রকল্পে বাড়ি। তারপরে আবার আবেদন করেছিলেন কেন্দ্রীয় আবাস যোজনায় বাড়ির জন্য। প্রথম তালিকায় নামও ছিল। কিন্তু দ্বিতীয় তালিকা প্রকাশ হতেই দেখা যায় বাদ পড়েছে আবেদনকারির নাম। আর তাতেই ক্ষোভ উগরে দিয়েছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী মঙ্গলাকান্ত রায়।

কেন্দ্রীয় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে রাজ্যের বিরুদ্ধে স্বরব হয়েছে বিজেপি। ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চিঠিও দিয়েছেন কেন্দ্রকে। তারপরেই কেন্দ্রীয় পরিদর্শণকারী দল রাজ্যে এসে জেলায় জেলায় সেই অভিযোগ খতিয়ে দেখেছেন। তাতে একাধিক আবেদনকারির নাম বাদ পড়েছে তালিকা থেকে। সেই বাদ পড়া আবেদনকারিদের তালিকায় নাম রয়েছে মঙ্গলাকান্ত রায়েরও।

মঙ্গলাকান্ত রায় ময়নাগুড়ির গ্রামে একটি কাঠের দোতলা বাড়িতে থাকেন। সঙ্গে থাকেন তাঁ স্ত্রী। ছেলে মেয়েরা সবাই বাইরে থাকেন। ২০১৭ সালে বঙ্গরত্ন পুরস্কার পান। তারপরেই রাজবংশী সম্প্রদায়ের জন্য সরকারি প্রকল্পে বাড়ি পেয়েছেন ওই সংগীতশিল্পী। বর্তমানে তিনি সেই বাড়িতেই থাকেন।

এলাকার বিডিও জানিয়েছেন, ”উনি আগেই সরকারি প্রকল্পের আওতায় একটি বাড়ি পেয়েছেন। শর্ত অনুযায়ী কেউ একবার বাড়ি পেলে তিনি আর পাবেন না। সেই শর্ত মেনেই আবাস যোজনার দ্বিতীয় তালিকা থেকে নাম বাদ গিয়েছে মঙ্গলাকান্তর। নিয়ম বহির্ভূত কিছুই হয়নি।”