নিউজ ডেস্ক: আবারও শিরোনামে ‘কনম্যান’ সুকেশ চন্দ্রশেখর। এবার জেল থেকে পত্রবোমা পাঠিয়ে বিপাকে ফেললেন আম আদমি পার্টির নেতা তথা দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে। জেলবন্দি প্রতারক সুকেশ চন্দ্রশেখর দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে চিঠি লিখে দাবি করলেন, আপ নেতা সত্যেন্দ্র জৈনকে ‘প্রোটেকশন মানি’ হিসেবে দিয়েছিলেন ১০ কোটি টাকা। শুধু তাই নয়, একইসঙ্গে আম আদমি পার্টিকে মোট ৫০ কোটি টাকা দেওয়ারও দাবি করছেন সুকেশ। তাঁর অভিযোগ, এই অঙ্কের বিনিময়ে দলের তরফে তাঁকে বলা হয়েছিল যে দক্ষিণ ভারতে তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। এছাড়াও, দিল্লি পুলিশের কারা বিভাগের ডিরেক্টর জেনারলেকেও ‘ঘুষ’ দেওয়ার কথা চিঠিতে উল্লেখ করেছেন সুকেশ।
কেন এই পত্রবোমা ?
সুকেশ লেফটেন্যান্ট গভর্নরকে চিঠি দিয়ে জানান, এই বিষয়ে যাবতীয় তথ্য সিবিআই-কে জানিয়েছিলেন তিনি। এই আবহে সত্যেন্দ্র জৈন নাকি তাঁকে সেই অভিযোগ প্রত্যাহারের জন্য বারবার হুমকি দিচ্ছেন। তাঁকে হেনস্থাও করা হচ্ছে জানান সুকেশ। চিঠিতে তিনি আরও বলেন, “আমি সত্যেন্দ্র জৈনর সঙ্গে ২০১৫ সাল থেকে পরিচয় এবং আমাকে দলে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আম আদমি পার্টি আমার থেকে ৫০ কোটিরও বেশি টাকা নেয়। রাজ্যসভায় মনোনয়ন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয় আমাকে।”
চিঠিতে সুকেশ আরও বলেছেন,“২০১৭ সালে আমার গ্রেপ্তারির পর যখন আমি তিহার জেলে বন্দি ছিলাম, তখন জেল মন্ত্রী ছিলেন সত্যেন্দ্র জৈন। তখন আমার সঙ্গে একাধিকবার দেখা করেন তিনি। কিন্তু তার পরে ২০১৯ সালে আবার আমার সাথে দেখা করেছিলেন জৈন। তাঁর সেক্রেটারি আমাকে প্রতি মাসে ২ কোটি টাকা প্রোটেকশন মানি দিতে বলেছিলেন। এর বদলে জেলে যাবতীয় নানা সুবিধা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল আমায়।’
Leave a Reply