T20 World Cup: বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের; সুপার-এইটে মার্কিন যুক্তরাষ্ট্র

ইউ এন লাইভ নিউজ: নিউজিল্যান্ডের পর এবার বিশ্বকাপের লড়াই থেকে বিদায় নিল পাকিস্তান। পরপর ছিটকে গেল দুই শক্তিশালী দল। শুক্রবার ফ্লোরিডার লাউডারডেলে বৃষ্টির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ ভেস্তে যাওয়ায় বিশ্বকাপে যাত্রা শেষ বাবর আজমদের। আমেরিকা এবং ভারতের কাছে গ্রূপে লীগের প্রথম দুই ম্যাচ হারায়, টিকে থাকতে গ্রুপের বাকি দুটো ম্যাচ জিততেই হত পাকিস্তানকে। পাশাপাশি তাকিয়ে থাকতে হত ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পারফরম্যান্সের দিকে।

ইতিমধ্যেই আয়োজক দেশকে হারিয়ে সুপার এইটের ছাড়পত্র সংগ্রহ করে নিয়েছে ‘মেন ইন ব্লু’।‌‌ ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ইউএসএ। তাঁরা আয়ারল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতলে বা কোনও কারণে পয়েন্ট ভাগাভাগি হলেই পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে যেত। শেষপর্যন্ত তাই হল। বৃষ্টির জন্য টস পর্যন্ত হল না সেই ম্যাচে। খেলা পরিত্যক্ত হওয়ায় দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ হয়ে গেল। অর্থাৎ ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সুপার এইটে চলে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। এবার শেষ ম্যাচ জিতলেও চার পয়েন্ট হবে বাবরদের। যা আমেরিকার থেকে এক পয়েন্ট কম।

এদিন একই মাঠে ভারত-কানাডার ম্যাচও বৃষ্টির জন্য পরিত্যক্ত হয় এবং দু দলের মধ্যে এক-এক পয়েন্ট ভাগ করে দেওয়া হয়।