ইউ এন লাইভ নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার ২৯ আগস্ট জেল থেকে ছাড়া পাচ্ছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খান কে তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত করার কারণে তিন বছরের কারাদণ্ডের শাস্তি দায়ের করা হয় নিম্ন আদালতের পক্ষ থেকে। এই রায় স্থগিত করল ইসলামাবাদ হাইকোর্ট। ইমরান খানের শাস্তির উপরও স্থগিতাদেশ জারি করল আদালত। তার সাথে ইসলামাবাদ হাইকোর্ট একটি ডিভিশন বেঞ্চ তৈরি করে যার মাধ্যমে পাক প্রধানমন্ত্রীর জামিনের মুক্তি ঘোষণা হয়। সোমবার এই মামলার শেষ শুনানি হয় এবং বিচারপতিরা জানান মঙ্গলবার জামিনের ব্যবস্থা করা হবে।
২০১৮ থেকে ২০২২ পর্যন্ত পাক প্রধানমন্ত্রী পদে ছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা পাকিস্তান তেহরি ই ইনসাফ দলের প্রধান ইমরান খান। তাঁর ওপর অভিযোগ দায়ের করা হয় যে, তিনি সরকারি প্রধান হিসেবে যে সমস্ত উপহার সামগ্রী পান তা বেআইনিভাবে বিক্রি করার চেষ্টা করে। পাঁচ মাসের শুনানির পর ইমরান খানকে তিন বছরের জন্য কারাদণ্ড দেওয়ার আদেশ-নামা জারি করে নিম্ন আদালত।
দোষী সাব্যস্ত হওয়ার ফলে নির্বাচন কমিশন এও জানানো হয় যে আগামী পাঁচ বছর তিনি কোনরকম সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না। তবে সোমবার অর্থাৎ ২৮ আগস্ট পাক সুপ্রিম কোর্ট জানান তোষাখানা মামলায় ইমরানকে দোষী সাব্যস্ত করার পদ্ধতিতে ত্রুটি রয়েছে। সরাসরি ভাবে এই মামলায় শীর্ষ আদালত হস্তক্ষেপ করতে চাইনি বরং এই রায় ছেড়ে দেয়া হয়েছিল ইসলামাবাদ হাইকোর্টের উপর। নিম্ন আদালতের এই রায়, পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে সব মহিমায় রাজনীতির ময়দানে ফেরার রাস্তা খুলে দেয়।
Leave a Reply