ভারত জোড়ো যাত্রায় ‘পাকিস্তান জিন্দাবাদ’, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি

নিউজ ডেস্ক: রাহুলের ভারত জোড়ো যাত্রায় শ্লোগান উঠল পাকিস্তান জিন্দাবাদ। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তোলপাড় জাতীয় রাজনীতি। শুক্রবার মধ্যপ্রদেশের খারগন জেলা দিয়ে মিছিল যাচ্ছিল। এই মিছিলের নেতৃত্বে ছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। সেই সময়ই শ্লোগান ওঠে ‘পাকিস্তান জিন্দাবাদ’। সেই ভিডিও প্রকাশ্যে এনে ইতিমধ্যেই সুর চড়িয়েছে বিজেপি। পাল্টা দিয়েছে কংগ্রেসও।

এই প্রসঙ্গে বিজেপি নেতা অমিত মালব্য টুইটে লেখেন, “রিচা চাড্ডার পর এবার রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। সেখানে তো স্পষ্ট পাকিস্তান জিন্দাবাদ শোনা গেল। কংগ্রেসের সাংসদ এটা প্রথমে নিজের টুইটার পেজে পোস্টও করেছিলেন। পরে তিনি তা মুছে দেন। এটাই কংগ্রেসের আসল সত্যি।”

এর পাল্টা দিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, “ওই ভিডিয়ো এডিট করা হয়েছে। কংগ্রেসকে জোর করে কালিমালিপ্ত করা হচ্ছে।”

আরও পড়ুন: কেষ্টর নির্দেশ, ফাটাকেষ্টর পাল্টা সভা করতে হবে

যদিও এই ইস্যুতে এখনও পর্যন্ত মুখ খোলেননি ওয়ানাডের কংগ্রেস সাংসদ। দক্ষিণ ভারত হয়ে মধ্যপ্রদেশে এসেছে কংগ্রেসের এই ‘ভারত জোড়ো যাত্রা’। বৃহস্পতিবার ইন্দোর থেকে ফের কর্মসূচি শুরু করেন রাহুল গান্ধী। এই প্রথমবার তাতে যোগ দেন প্রিয়াঙ্কা গান্ধীও। ছিলেন তাঁর স্বামী রবার্ট বঢরা ও প্রিয়াঙ্কা পুত্রও। এতোদিন ধরে চলা ‘ভারত জোড়ো যাত্রা’-য় কেন প্রিয়াঙ্কা ছিলেন না তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। এবার ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান উঠেছে বলে নতুন করে বিতর্ক ছড়াল।