ইউ এন লাইভ নিউজ ডেস্ক: দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন! আর সেই নির্বাচনের মনোনয়ন জমা দেওয়া নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। পঞ্চায়েত ভোটের আগে নন্দীগ্রাম থেকে ফের মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে ঝাঁঝাল আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মিছিলে হাটতে হাটতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে বিরোধী দলনেতার গলায় স্লোগান উঠল ‘নো ভোট টু মমতা’-র পাশাপাশি ‘রক্ত দেব নন্দীগ্রামে তৃণমূলের চোরেদের জায়গা দেব না’ বলে নন্দীগ্রামে আন্দোলনের সুর চড়ালেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমার চতুর্থ দিনে নন্দীগ্রামের ২ নম্বর ব্লকের সাতটি অঞ্চলের শতাধিক বিজেপি মনোনীত প্রার্থীদের মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে এমনই মন্তব্য করেন তিনি।
এদিন শুভেন্দু বলেন,”নন্দীগ্রামের ১৭ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১২ টা আমরা দখল করব। বাকি ৫ টা ত্রিশঙ্কু হবে। সেটা পরে আমরা দখল করব”। শুভেন্দু আরও বলেন, “যেখানেই ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন৷ নো ভোট টু মমতায় আস্থা রাখছেন সাধারণ মানুষ”। সেই সঙ্গে তিনি বলেন, “দক্ষিন ২৪ পরগনা জেলার অনেক জায়গাতেই বিরোধীদের মনোনয়ন জমা করতে দেয়নি তৃণমূলের কর্মীরা। আমরা সব দেখছি। সব নজর রাখছি। এতটাই ওদের মধ্যে হারার ভয় যে মনোনয়ন জমা করতে দিতেও ভয় পাচ্ছে”।
Leave a Reply