Paresh Adhikari: দ্বিতীয়বার ইডির তলব, সিজিও কমপ্লেক্সে হাজির পরেশ সহ অঙ্কিতা

নিউজ ডেস্ক: এসএসসি-তে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির তলবে সাড়া দিলেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। তাঁর সঙ্গে রয়েছেন তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীও। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। শুধু তিনি নন, তাঁর সঙ্গে গ্রেফতারি তালিকায় নাম লিখিয়েছেন সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, মানিক ভট্টাচার্য। প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান থেকে প্রাক্তন উপদেষ্টা ও সচিব। একদা রাজ্যের শিক্ষা প্রশাসনের দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন যাঁরা, নিয়োগ দুর্নীতির মামলায় তাঁদেরই গ্রেফতার করেছে ইডি, সিবিআই। এরই মধ্যে শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে দ্বিতীয়বার হাজিরা দিতে এলেন পরেশ অধিকারী। সঙ্গে নিয়ে এলেন মেয়েকেও।

শুক্রবার সকাল ১১ টা নাগাদ সিজিও কমপ্লেক্সে প্রবেশ করতে দেখা যায় পরেশ ও অঙ্কিতাকে। বেআইনিভাবে নিয়োগের অভিযোগে, কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই স্কুলের শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে অঙ্কিতাকে। তবে এর আগে অঙ্কিতাকে গোয়েন্দাদের মুখোমুখি হতে হয়নি।

কম নম্বর পাওয়া সত্ত্বেও মেধাতালিকায় ওপরের দিকে নাম কেন উঠে এসেছিল প্রাক্তন মন্ত্রীর মেয়ে অঙ্কিতার! এই নিয়েই হাইকোর্টে মামলা করেছিলেন ববিতা সরকার। অঙ্কিতার নাম তালিকায় ওপরে যাওয়ায় চাকরি পায়নি ববিতা। সেই মামলায় শেষমেশ অঙ্কিতাকে বরখাস্ত করে ববিতাকে নিয়োগ করার নির্দেশ দেয় আদালত। এবং বর্তমানে সেই স্কুলেই শিক্ষকতা করছেন তিনি।

আরও পড়ুন: কামড় বিতর্ক: মানুষের কামড়েই আহত হয়েছেন অরুণিমা, রিপোর্ট মেডিক্যাল কলেজের

এখন ববিতার জায়গায় কেন প্রাক্তন মন্ত্রীর মেয়েকে নিয়োগ করা হল, কীভাবে হল, কারা এর পিছনে ছিল মূলত এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই সিজিও কমপ্লেক্সে প্রাক্তন মন্ত্রী এবং তাঁর মেয়েকে তলব করেছে ইডি।

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা অনুব্রতর