নিউজ ডেস্ক: যতবার ডাকবে ততবার আসব। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে বললেন পরেশ পাল। ভোট পরবর্তী হিংসা মামলায় মঙ্গলবার সিবিআই দফতরে হাজিরা দেন তৃণমূল বিধায়ক পরেশ পাল। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় নাম জাড়ায় তাঁর। সেই মামলাতেই পরেশ পালকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে তলব করা হয়ছিল। এদিন দ্বিতীয়বার সিবিআই দফতরে হাজিরা দেন তিনি।
২০২১ সালের ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে৷ সেই অভিযোগেই নাম জাড়ায় পরেশ পালের। বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায়৷ আদালতের নির্দেশে ভোট পরবর্তী হিংসার বিভিন্ন মামলার সঙ্গে অভিজিৎ সরকার হত্যাকাণ্ডেরও তদন্ত ভার হাতে নেয় সিবিআই৷
মৃত অভিজিৎ সরকারের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ভোটের প্রচারে গিয়ে বিজেপি কর্মী অভিজিৎকে খুনের হুমকি দিয়েছিলেন পরেশ পাল। অভিজিতের মৃত্যুর বিচার চাইতে আদালতের কাছে সিবিআই তদন্তের আর্জি জানায় তাঁর পরিবার। কলকাতা হাইকোর্ট সেই আবেদন মেনে, সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তারপরেই ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তভার হাতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
আরও পড়ুন: কোটি কোটি টাকার সম্পত্তি, তিন স্ত্রী-সাত সন্তান, দিল্লি থেকে গ্রেফতার চোরো কা রাজা
সেই মামলার তদন্তভার হাতে নিয়েই পরেশ পালকে হাজিরার নির্দেশ দেয় সিবিআই। এর আগে মে মাসে একবার পরেশকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। তখনও তিনি হাজিরা দিয়েছিলেন। তার পর ফের পরেশকে তলব করে সিবিআই। মঙ্গলবার নির্দিষ্ট সময়েই সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি।
এদিনও সিজিও কমপ্লেক্স থেকে বিরিয়ে পরেশ পাল বলেন, যত বার ডাকবে, ততবার আসব। অভিজিৎ খুনের যে অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছে তাও তিনি অস্বীকার করেন।
Leave a Reply