ইউ এন লাইভ নিউজ: রাত থেকে প্রবল বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার একাংশ। ২৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। হাওড়া দক্ষিণ বিধানসভা এলাকার সাবেক ৩৯ নম্বর ওয়ার্ডের (ওয়ার্ড পুনর্বিন্যাসের পর ৪৫) অন্তর্গত বিজি রোড, দানেশ শেখ লেন, পিকে রায়চৌধুরী প্রথম ও দ্বিতীয় বাই লেন, কোলে বাজার, নস্কর পাড়া-সহ বিস্তীর্ণ এলাকা জলের তলায়। সেই সঙ্গে বিচ্ছিন্ন হয়েছে জল ও বিদ্যুৎ পরিষেবা। এখনও জলের নীচে শিবপুর বটানিক্যাল গার্ডেন এলাকার বেশির ভাগ অঞ্চল। সবচেয়ে খারাপ অবস্থা গঙ্গার ধারের বস্তি এলাকায়। প্রায় প্রত্যেকটি বাড়ি জলের নীচে। বাড়ির আসবাবপত্র-সহ অন্য জিনিস ভেসে গিয়েছে। বাসিন্দারা বাড়ি ছেড়ে বৃষ্টির মধ্যে রাস্তায় এসে দাঁড়িয়েছেন।
পুরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে প্রতিবাদ করেন তাঁরা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন পুর ভোট না হওয়ায় পুর পরিষেবা থেকে মানুষ বঞ্চিত। যদিও শাসকদলের তরফে জানানো হয়েছে, পুর প্রশাসক সুজয় চক্রবর্তী নিজে ঘটনাস্থল ঘুরে গিয়েছেন। তিনি জানিয়েছেন, নিকাশি নালায় যে পরিমাণ পলি জমে আছে, তা সরাতে উন্নতমানের জেসিবি মেশিন দরকার। হাওড়া পুরসভার তা নেই। কলকাতা থেকে আনানোর চেষ্টা চলছে। বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে জানানো হয়েছে, জলস্তর না কমলে কোনও ভাবেই বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে না। না হলে যে কোনও মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে। স্থানীয় রেড ভলান্টিয়ারেরা দুর্গত মানুষের জন্য শুকনো খাবার ও পানীয় জলের ব্যবস্থা করেছেন।
Leave a Reply