নিউজ ডেস্ক: পার্থর জামিনের আবেদন খারিজ করে আগামী ৩১ শে আগস্ট পর্যন্ত আবারো ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। ইডির তদন্তকারী আধিকারিকরা তদন্তে অসহযোগিতা করার অভিযোগ তোলেন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে যে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছিল তার উৎস সম্পর্কে জানতে চাওয়া হলে মুখ খোলেননি প্রাক্তন মন্ত্রী। অন্যদিকে এদিনও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়
এসএসসি কাণ্ডে গ্রেফতার হওয়ার পর প্রথমবার মুখ খুললেন পার্থ। আর তাতেই ফের শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। কলকাতা নগর দায়রা আদালতে এদিন পার্থর জামিনের আবেদনের শুনানি ছিল। আদালতে দাঁড়িয়েই তিনি হাত জোড় করে বলেন, কেউ ছাড় পাবে না, সময় সব প্রমাণ হবে।
পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্যের পরেই ফের শোরগোল পড়েছে। কেউ ছাড় পাবে না বলতে কাদের কথা বলতে চাইলেন পার্থ! এর আগে তিনি ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তখন বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা প্রশ্ন করেছিলেন, কারা ষড়যন্ত্র করছে তার নাম বলুন পার্থ।
তারপর থেকে কার্যত মুখে কুলুপ এঁটে ছিলেন তিনি। এদিন ফের আদলতে ইঙ্গিত পূর্ণ মন্তব্য করলেন পার্থ। এদিন আদালত তিনি বলেন, নো বডি উইল বি স্পেয়ার্ড। অল উইল বি প্রুভড ইন টাইম।
পার্থর গড় বলে পরিচিত বেহালা পশ্চিমের প্রকাশ্য মঞ্চ থেকে সভা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে তার অবস্থান ছিল সম্পূর্ণ বিপরীত।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতারের পর পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব এবং সমস্ত দলীয় পথ থেকে সরিয়ে দেওয়া হয়। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এমন মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।