বিচারকের কাছে পাঁচ মিনিট সময় চেয়ে পার্থর আর্জি

নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় বেশ কয়েক মাস ধরেই জেলে রয়েছেন। দফায় দফায় শুনানি হলেও বৃহস্পতিবারও জামিন পেলেন না তৃণমূলের প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে এবার আদালতে কথা বলতে চেয়ে আর্জি জানালেন পার্থ চট্টোপাধ্যায়।

আগামী ২৩ মার্চ পার্থর জামিন মামলার শুনানি রয়েছে। সেই কারণে তাঁকে আদালতে পেশ করা হবে। ওই দিনই আদালতে কথা বলতে চেয়ে আর্জি জানিয়েছেন তিনি। যেদিন আদালতে জামিনের মামলার শুনানি হবে, সে দিন আদালতে কিছু বলতে চান তিনি। তার জন্য যেন পাঁচ মিনিটের জন্য তাঁকে কথা বলতে দেওয়া হয়।

আদালত সূত্রে খবর, এ দিন বিচারকের সামনে কার্যত হাতজোড় করে পার্থ জানান, আদালতে কিছু বলতে চান তিনি। তার জন্য যেন তাঁকে পাঁচ মিনিট সময় দেওয়া হয়। আগামী ২৩ মার্চ পার্থর জামিনের শুনানি রয়েছে। সেখানেই তিনি কথা বলতে পারেন। এই মুহূর্তে আলিপুর কোর্টের লকআপেই রয়েছেন পার্থ। সেখান থেকই আদালতে পেশ করা হবে। পার্থর আবেদনে যদি সাড়া দিয়েছেন বিচারক। পার্থকে কথা বলতে দেওয়া হবে বলে জানিয়েছেন।