Tata Motor: ৭২৬ কোটি টাকায় ফোর্ডের সানন্দ কারখানা কিনল টাটা

৭২৬ কোটি টাকার বিনিময়ে গুজরাতের সানন্দের কারখানাটি কিনে নিল টাটা। এবার ফোর্ডের অসংখ্য কর্মীর অনিশ্চিত্‍ ভবিষ্যতের উৎকণ্ঠা কি দূর হবে ?

ডেস্ক : ২০২১ সালে, মার্কিন বহুজাতিক গাড়ি নির্মাতা ফোর্ড (Ford) হটাৎ ভারত থেকে পাততাড়ি গোটানোর সিদ্ধান্ত নেয়। ব্যবসায় মন্দা-ই ছিল এই হতবাক সিদ্ধান্ত নেওয়ার পিছনে প্রধান কারণ। তবে সম্প্রতি ফোর্ডের সানন্দের কারখানা কিনে নেওয়ার দিয়েছিল টাটা মোটরস (Tata Motors)। ফোর্ডের কর্মীদের মুখে হাসি ফুটিয়ে টাটা আরও জানায়, তাঁদের কাউকেই ছাঁটাই করা হবে না। টাটা কোম্পানির এই ঘোষণায় স্বভাবতই ফোর্ডের অসংখ্য কর্মী নিজেদের ভবিষৎ-এর অন্ধকার দূর করতে সক্ষম হবেন।

টাটা ৭২৬ কোটি টাকার বিনিময়ে গুজরাতের সানন্দের কারখানাটি ফোর্ডের থেকে কিনেছে। টাটা জানিয়েছে তাদের এই নতুন কারখানায় বৈদ্যুতিক যানবাহন নির্মাণের জন্য ২০২৬-এর মধ্যে ২,০০০ কোটি টাকা লগ্নি করতে পারে। জাগুয়ার ল্যান্ড রোভারের অভিভাবক বলেছেন যে সানন্দ প্ল্যান্টের অধিগ্রহণের ফলে প্রতি বছর ৩০০,০০০ ইউনিটের উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি পেয়ে ৪২০,০০০ ইউনিট পর্যন্তও হতে পারে৷ সরকারের কাছে টাটা কিছু আর্থিক সুযোগ-সুবিধা চেয়েছে। যার সবকটি দিতে সম্মত হয়েছে গুজরাত প্রশাসন।

দুই দশকেরও বেশি সময় ধরে মুনাফা অর্জনের জন্য সংগ্রাম করার পর গত বছর, ভারতে ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ফোর্ড কোম্পানি। ভারতীয় যাত্রীবাহী গাড়ির বাজারে তখন ফোর্ডের ২ শতাংশেরও কম শেয়ার ছিল। গুজরাতের সানন্দে ৪,৫০০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে কারখানা তৈরি করেছিল ফোর্ড মোটর কোম্পানি। সেখানে বার্ষিক ২.৪ লক্ষ গাড়ি এবং ২.৭ লক্ষ ইঞ্জিন উৎপন্ন হত। গত ১০ বছরে ভারতে ব্যবসায় ১৫ হাজার কোটি টাকার অধিক লোকসানের ফলেই তারা গাড়ির উৎপাদন বন্ধ করে দেয়।

ভারতে ফোর্ড কোম্পানির দরজায় তালা লাগার পরে ২০২২ সালের এপ্রিল মাসে ফোর্ডের প্রায় ২৩,০০০ কর্মীকে ছাঁটাই না করার যে সিদ্ধান্ত নিয়েছে টাটা, তা অবশ্যই একটি কালজয়ী সিদ্ধান্ত! সেই সিদ্ধান্তের বাস্তব রূপ দিয়ে সানন্দের কারখানা কিনে নিল রতন টাটা।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *