নিউজ ডেস্ক: ফোনে আড়ি পাতা তদন্তে সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া বিশেষ তদন্তকারী দলকে সাহায্য করছে না মোদি সরকার।
বৃহস্পতিবার পেগাসাস মামলায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনেছে শীর্ষ আদালতের তৈরি করে দেওয়া তদন্ত কমিটি।
দেশের প্রধান বিচারপতি এন ভি রমনার বেঞ্চের পর্যবেক্ষণ, কমিটি যে ২৯টি ফোনের ফরেনসিক পরীক্ষা করেছিল তার মধ্যে পাঁচটিতে ম্যালওয়্যারের সন্ধান পাওয়া গেছে। তবে সেগুলি আড়ি পাতার জন্য ব্যবহৃত হয়েছে কিনা তা নিশ্চিতভাবে রিপোর্টে বলা হয়নি।
একই সঙ্গে শীর্ষ আদালতের তৈরি করে দেওয়া বিশেষ তদন্ত কমিটির তদন্তে কেন্দ্রের মোদি সরকার যে কোনও সহযোগিতা করেনি সে কথাও স্পষ্ট জানানো হয়েছে।
এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমনা বলেন, পেগাসাস রিপোর্টের বেশ কিছু অংশ গোপন। এবং তাতে অনেক ব্যক্তিগত তথ্য রয়েছে। তাই টেকনিক্যাল কমিটির রিপোর্টের কিছু অংশ প্রকাশ করা যাবে না বলে বিশেষজ্ঞ প্যানেল জানিয়েছে।
আরও পড়ুন: ধর্ষকদের মুক্তি কেন? বিলকিস কাণ্ডে সুপ্রিম নোটিস গুজরাট সরকারকে
গত বছর সংসদের বাদল অধিবেশনের আগেই সামনে আসে পেগাসাস ইস্যু। ইজরায়েলে তৈরি করা স্পাইওয়্যারের মাধ্যমে দেশের বিরোধী রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাংবাদিক, ব্যবসায়ী, বিচারপতি এমনকি বিজেপির মন্ত্রীদের ফোনেও আড়ি পাতার অভিযোগ ওঠে। তাতে তোলপাড় হয় জাতীয় রাজনীতি। জল গড়ায় সুপ্রিম কোর্ট অবধি।
Leave a Reply